Workers death in road accident: রেলের কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা, জলপাইগুড়িতে ৩ শ্রমিকের মৃত্যু

রেলের কাজের জন্য মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়িতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আজ সকালে ট্রাক্টরে করে কাজে যোগ দিতে গিয়ে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ৩ শ্রমিকের। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন শ্রমিক। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি উল্লারডাবরির ৩১ নম্বর জাতীয় সড়কে। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে শ্রমিকদের পরিবারে।

স্থানীয় সুত্রের খবর, জলপাইগুড়ির ময়নাগুড়িতে রেলের কাজ করতে এসেছিল মুর্শিদাবাদের বেশকিছু শ্রমিক। সকালে একটি ট্রাক্টরে করে এই শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। ট্রাক্টরটি উল্লারডাবরি এলাকায় ৩১নং জাতীয় সড়কে পৌঁছনো মাত্রই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৩ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহত প্রায় ১২ জন শ্রমিক। মৃত শ্রমিকদের নাম হল সুমন শেখ, হুসেন শেখ এবং কমল মাল। বাকি ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

রমেশ সরকার নামে এক শ্রমিক জানান, ট্রাক্টরে ১২ জনেরও বেশি শ্রমিক ছিলেন। তারা দুমড়িতে কাজ করতে যাচ্ছিলেন। তখনই ময়নাগুড়ি রোডে ট্রাক্টরের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। আহতদের সকলেই অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন। শেখ সফিকুল নামে অন্য এক শ্রমিক জানান, ‘আমারা মুর্শিদাবাদ থেকে সকলে এখানে কাজে এসেছিলাম। যারা ট্রাক্টরে আসছিলেন তারা ঢালাইয়ের কাজ করছিলেন। সকালে ঘর থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। আমরা সকলে আশেপাশের এলাকার বাসিন্দা।’

প্রসঙ্গত, এর আগের দিনই পথ দুর্ঘটনা ঘটেছিল জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায়। রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় একটি রড বোঝাই ১৪ চাকার ট্রাক। ট্রাকটি দুর্গাপুর থেকে অসমের দিকে যাচ্ছিল। ঘটনার পর গাড়ির ভিতরেই অনেকক্ষণ আটকে থাকেন গাড়ির চালক ও খালাসি। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও সামান্য আঘাত পেয়েছেন খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফুলবাড়ি ট্রাফিক পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup