বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন। বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে নিজেদেরকে আনসার আল ইসলাম বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি আসে। মাওলানা মো. সাইদুল ইসলাম সই করা চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

তিনি জানান, বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় জানালে তারা সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। পরে জিডির কপি র‍্যাব ও সিটিটিসিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলা একাডেমি এসে নিয়ে যান।

জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলা একাডেমির পক্ষ থেকে করা জিডিটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, চিঠিতে বলা হয়েছে—যাত্রাবাড়ীর একটি হোটেলে অবৈধ কার্যকলাপ সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয় বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে—তা না হলে অমর একুশে বইমেলায় হামলা চালানো হতে পারে।

তিনি বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। শাহবাগ থানায় জিডি করা হয়েছে।