মাথায় আকাশ ভেঙে পড়ল উমেশের, বাড়ি ফিরেই বাবাকে হারালেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উমেশ যাদবের (Umesh Yadav) মাথায় আকাশ ভেঙে পড়ল। পিতৃহারা হলেন ভারতীয় জোরে বোলার। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিলক যাদব (Tilak Yadav)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উমেশের বাবা। ভর্তি ছিলেন নাগপুরের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় উমেশের বাবাকে বাড়িতে নিয়ে আসা হয়। দিল্লি টেস্টের পরেই উমেশ সহ-ভারতীয় দল নিজেদের বাড়ি ফিরে গিয়েছিল। গতকাল অর্থাৎ বুধবার উমেশের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাগপুরের বাসভবনে। জানা যাচ্ছে তিলক একজন পেশাদার কুস্তিগীর ছিলেন। বৃহস্পতিবার অর্থাৎ আজই শেষকৃত্য হয়েছে তিলকের। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছে ৬ উইকেটে। প্রথম দুই টেস্টে সুযোগ পাননি উমেশ। আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। ইতিমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত ২-০ জিতে ট্রফি ধরে রেখেছে। রোহিত চাইবেন অজিদের হোয়াইটওয়াশ করতে। দেখা যাক বাকি দুই টেস্টে উমেশ খেলার সুযোগ পান কিনা! টেস্ট দল অপরিবর্তিতই রেখেছে ভারত।

আরও পড়ুনKL Rahul: বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই! ফর্মে ফিরতে কি ইরানি কাপ খেলবেন কে এল রাহুল?

এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)