‘বিচার না পেলে’ আত্মহত্যার হুমকি ছাত্র অধিকার পরিষদ সভাপতির

ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ছাত্রলীগের হামলা’র বিচার না পেলে প্রক্টর অফিসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কাছে হামলার বিচার চেয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন।

বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে। আমি একটি ছাত্র সংগঠনের নির্বাচিত সভাপতি, আমার গায়েও তারা আঘাত করেছে। যে আঘাত এখনও বিদ্যমান। যারা হামলা করেছে তাদের প্রত্যেকের পরিচয় চিহ্নিত করা হয়েছে। আমরা আজ প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এক সপ্তাহের মধ্যে এ হামলার বিচার চেয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।’

আত্মহত্যার হুমকি দিয়ে বলেন, ‘আমরা যে হামলার শিকার হয়েছি, আঘাতের শিকার হয়েছি এ বিচার যদি তিনি না করেন আমি সংগঠনের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে এই প্রক্টর অফিসের সামনে এসে নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করবো।’

প্রক্টরের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে বিন ইয়ামিন মোল্লা উল্লেখ করেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটে উপস্থিত হই। আমার সংগঠনের নেতাকর্মীসহ টিএসসির গেটে উপস্থিত হওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের টিএসসিতে প্রবেশে বাধা প্রদান করে। আমরা অনেক অনুরোধ করার পরও তারা তাদের বাধা প্রদান অব্যাহত রাখে। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বেলা আনুমানিক পৌনে ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

অভিযোগপত্র দেওয়ার সময় প্রক্টর অফিসে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।