৩ শতাংশ মহার্ঘ ভাতা চাই না, DIকে চিঠি দিলেন স্কুল শিক্ষক

রাজ্য সরকার ঘোষিত ৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রত্যাখ্যান করে স্কুল পরিদর্শককে চিঠি দিলেন এক শিক্ষক। পার্থপ্রতীম চৌধুরী নামে ওই শিক্ষকের এই পদক্ষেপে দক্ষিণ দিনাজপুরে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে শোরগোল পড়েছে। চিঠিতে তিনি লিখেছেন, ৩ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত আসলে সরকারি বঞ্চনার প্রতিফলন।

দক্ষিণ দিনাজপুরের ধলগাঁও জুনিয়র হাই স্কুলের শিক্ষক পার্থপ্রতীমবাবু। জেলা বিদ্যালয় পরিদর্শককে তিনি লিখেছেন, ‘রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মার্চ মাস থেকে অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারাধীন। বর্তমান বাজারমূল্যের নিরিখে ৩ শতাংশ মহার্ঘ ভাতা আমার প্রাপ্যের থেকেও আমার প্রতি সরকারের বঞ্চনাকেই প্রশাস করে। তাই এই শতাংশ মহার্ঘ ভাতা গ্রহণ করতে আমি অস্বীকার করছি।’

কেন্দ্রের সমহারে মহার্ঘ ভাতার দাবিতে কলকাতার শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের মাস পুরতে চলল। এর মধ্যে গত সোম ও মঙ্গলবার ২ দিনের কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মচারীরা। ওদিকে মুখ্যমন্ত্রীর দাবি, তিনি রাজ্য সরকারি কর্মচারীদের ভালোবাসেন। তাদের জন্য যতটা পারেন করেন।

রাজ্য বাজেট পেশের সময় ৩ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, এর পরেও ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে তাদের।