৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাজিকিস্তান

৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কম্পন হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। এতে বলা হয়েছে, ভূমিকম্প চীনের সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে ব্যাপক অনুভূত হয়।

ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিক কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইওয়ানে আঘাত হানা ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় বহু ঘর-বাড়ি। প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে কম্পনে একই পরিস্থিতি সৃষ্টি হয়। দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। আহত হন কয়েক হাজার মানুষ। সূত্র: রয়টার্স