Train cancelled: ওড়িশায় রেল অবরোধ,হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

ওড়িশার বামরা রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবিতে বুধবার স্থানীয়রা রেল অবরোধে নামে। তার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তিনটি ট্রেনকে বাতিল করে দেওয়া হয়। বামরা রেল ক্রিয়ানুষ্ঠান কমিটির তরফে এই অবরোধের আয়োজন করা হয়। এরপর একের পর এক ট্রেনকে বাতিল করে রেলকর্তৃপক্ষ। তবে এসবের মধ্য়ে পরিস্থিতির কথা জানিয়ে টুইট করেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।

তিনি লিখেছেন, কলকাতা থেকে ছেড়েছিল হাওড়া এক্সপ্রেস।ওড়িষার বামরা রেলস্টেশনে রেল রোকোর জেরে সেটি অবরূদ্ধ হয়ে যায়। সেই সকাল সাড়ে ৬টা থেকে আটকে আছে ট্রেনটি। অনেক মহিলা, শিশুও আছে আমার লোকসভা কেন্দ্রের। পুনে ও মহারাষ্ট্রের বাসিন্দা তাঁরা। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আমার অনুরোধ দয়া করে ওই ট্রেনে থাকা যাত্রীদের সুবিধার দিকটা একটু দেখুন। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করুন। টুইট করে জানিয়েছেন মহারাষ্ট্রের বরামতি লোকসভা কেন্দ্রের এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।

 

পরে তিনি অবশ্য় লিখেছেন, রেলমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ।বামরাতে যে হাওড়া এক্সপ্রেস দাঁড়িয়েছিল সেখানকার যাত্রীদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। আপনার উদ্যোগের জন্য ধন্যবাদ।

এদিকে দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি প্রেস রিলিজ করা হয়েছে। চক্রধরপুর ডিভিশনের বামরা স্টেশনে রেল অবরোধের জেরে রেল পরিষেবায় কিছু বিঘ্ন ঘটেছে। বামরাতে স্টপেজের দাবিতে এই অবরোধ হয়। তার জেরে ২৩ ফেব্রুয়ারি যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল…

১) ১৮০০৫ হাওড়া জগদলপুর এক্সপ্রেস

২) ১২১৩০ হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস

৩) ১২১০২ শালিমার এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস

৪) ১২৮৩৪ হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস

৫) ১৮৪৫১ হাতিয়া পুরী তপস্বিনী এক্সপ্রেস

৬) ১৮৪৫১ রৌরকেল্লা জগদলপুর রাজ্যরানী এক্সপ্রেস

২২১৭০ সাঁতরাগাছি রানি কমলাপতি হামসফর এক্সপ্রেস ২৩ ফেব্রুয়ারি ২০.৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। সেটি ২৪ ফেব্রুয়ারি সাঁতরাগাছি থেকে ৪.৩৫ মিনিটে ছাড়বে।

২৩ ফেব্রুয়ারি ১২৮১০ হাওড়া-মুম্বই সিএসএমটি মেইল হাওড়া থেকে যেটি ছেড়েছে সেটি রুট বদলে বিলাসপুর, রায়পুর হয়ে যাবে।