Viral news: শিশুর চিকিৎসায় ১১ কোটি টাকা দিলেন অপরিচিত, তবে সঙ্গে আছে ‘আজব’ আবদারও

জিনের বিরল রোগে আক্রান্ত ১৫ মাসের একরত্তি নির্বাণ। অস্ত্রপচারের জন্য প্রয়োজন একটি বিশাল অঙ্কের টাকা। আর সে টাকা জোগাড় করতেই রীতিমতো হিমশিম খাচ্ছে পরিবারের লোক। অঙ্কের পরিমাণ শুনলে রীতিমতো চমকে উঠবেন পাঠকও। এমএমএ টাইপ ২ নামের বিরল জিন রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য জরুরি ১৭.৫ কোটি টাকা! যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা জোগাড় করে ওঠা সম্ভব। তাদের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। নাম জানা যায়নি বলে অজ্ঞাতপরিচয় ব্যক্তি, তা কিন্তু নয়, বরং নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন তিনি নিজেই। মোট ১১.৬ কোটি টাকা ওই পরিবারকে সাহায্যের জন্য পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিটি।

কেরলের সারঙ মেনন ও অদিতি নায়ারের ছোট্ট পরিবারে জন্ম শিশুটির।‌ বাবা মার্চেন্ট নেভিতে কর্মরত। গত ১৫ জানুয়ারি বিরল রোগটি ধরা পড়ে ওই শিশুর। পালাক্কড়ের বাসিন্দা ওই পরিবারটি সম্প্রতি মুম্বইয়ে চলে আসে। সেখানেই একরত্তি সন্তানের চিকিৎসার জন্য এক ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে যোগাযোগ করে পরিবার। চিকিৎসার জন্য শুরু হয় জনসাধারণের থেকে অর্থ সংগ্ৰহ। সেই মঞ্চ মারফতই নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ১১.৬ কোটি টাকা পাঠান। শর্ত রাখেন, তাঁর নাম ঠিকানা সমেত সমস্ত পরিচয় গোপন রাখতে হবে। তবে ততক্ষণে অর্থ সংগ্ৰহের মাধ্যমে জোগাড় করা গিয়েছে অনেকটা অঙ্ক। আর ৮০ লক্ষ জোগাড় হলেই মিটে যেত চিকিৎসার চাহিদা।

চিকিৎসার খরচ কমাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের সঙ্গে দেখা করেছিল পরিবারটি। চিকিৎসার জন্য জরুরি জোলগেনসমা ওষুধটি বিদেশে থেকে আমদানি করতে হয়‌ ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভার্তিস এই ওষুধ তৈরি করে। এর উপর জিএসটির পরিমাণ মকুব করতে পরিবারের তরফে নির্মলা সীতারামনকেও আবেদন জানানো হয়। জনসাধারণের থেকে অর্থ সংগ্রহের জন্য ১৫ মাসের নির্বাণকে নিয়ে মালয়ালম অভিনেত্রী অহনা কৃষ্ণও তাঁর ইনস্টাগ্রামে আবেদন জানিয়েছিলেন। ইনস্টাগ্ৰাম পোস্টে লেখেন, পাঁচ মিনিট সময় দিন। আপনারা ১৭ লাখ দর্শক যদি ১০০ টাকা করে দেন, তাহলেই ১৭ কোটি টাকা সংগ্ৰহ করা যাবে। যা মোটেই কঠিন কাজ নয়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup