২ ঘণ্টায় টাকা ডবল! ফেসবুকে মহিলা সেজে বিটকয়েন প্রতারণা, গ্রেফতার বাংলার যুবক

বিট কয়েনে বিনিয়োগ করার নাম করে একাধিক প্রতারণার অভিযোগ। এই ঘটনায় ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের নাম সইদুল মোল্লা।বিটকয়েনে বিনিয়োগ করলে মোটা টাকা ফেরৎ পাওয়া যাবে বলে লোভ দেখাত সে। তাকে ফাঁদ পেতে পুলিশ গ্রেফতার করেছে। 

সইদুলের সোশ্য়াল মিডিয়ায় একাধিক ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। সে সোশ্যাল মিডিয়ায় একাধিক ফাঁদ পাতা শুরু করে। সে সোশ্য়াল মিডিয়ায় মহিলা সেজে বন্ধু হিসাবে প্রথমে আলাপ জমাত। তারপরই তাদের বিটকয়েনে ইনভেস্ট করার জন্য টোপ ফেলত। এদিকে ২২ বছর বয়সী এক ছাত্রী মুম্বইয়ের মাতুঙ্গা থানায় অভিযোগ জানান। এরপর মুম্বই পুলিশ তদন্তে নামে। 

এদিকে ২৪ বছর বয়সী সইদুল নিজেকে মহিলা হিসাবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পাতে। সে বলা শুরু করেছিল বিট কয়েনের মাধ্যমে অনেক টাকা আয় করেছে। এনিয়ে সে লোভ দেখানো শুরু করে।  এমনকী দু ঘণ্টায় টাকা ডবল হয়ে যাবে এমন কথাও বলেছিল সে। এরপর সে স্ক্রিনশট শেয়ার করে কয়েকটা। এমনকী ফোনেও সে নিজেকে মহিলা হিসাবে হাজির করত।

এদিকে মুম্বইয়ের এক মহিলা এই ফাঁদে পা দিয়ে ফেলেন। সব মিলিয়ে ৯৮,০০০ তিনি বিনিয়োগ করেছিলেন। এদিকে আরও টাকা বিনিয়োগ করার জন্য় সে লোভ দেখাতে শুরু করে। আরও টাকা দাবি করতে থাকে সে। কিন্তু ওই মহিলা আর টাকা দিতে চাননি। তারপরই সইদুল তাকে এড়িয়ে যাওয়া শুরু করে।

এরপর পুলিশ সোশ্য়াল মিডিয়ার আইপি অ্যাড্রেস, ফোনের সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে ওই যুবককে গ্রেফতার করে। তার ব্যাঙ্ক ডিটেলসও পেয়ে গিয়েছিল পুলিশ। তারপরই চলে অভিযান। তবে পুলিশ জেনেছে এই ঘটনায় সইদুলের এক সঙ্গীও ছিল। তার খোঁজও চলছে। পুলিশ জানিয়েছে, এটা একটা বড় চক্র। তারা মহিলাদের নাম করে সোশ্য়াল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলছে। এরপর তারা নানাভাবে প্রতারণা শুরু করছে। বিট কয়েন কিনে তার মাধ্যমে টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার লোভ দেখাত তারা। কিন্তু পুরোটাই ছিল ভুয়ো। 

তবে পুলিশ তদন্ত নেমে তার ফেসবুক অ্য়াকাউন্ট সহ অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করে। তারপরই তাকে গ্রেফতার করা হয়। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup