Adenovirus Treatment: অ্যাডিনো ভাইরাসের চিকিৎসায় অন্য হাসপাতালে শিশু বিভাগ চালুর উদ্যোগ মেয়রের

স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে অ্যাডিনোভাইরাসের চিকিৎসা করছে পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি। তবে শহরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পর্যাপ্ত বেড মিলছে না। তাই অন্য হাসপাতালে আলাদা করে শিশু বিভাগ খোলার পরামর্শ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এ ব্যাপারে তিনি পুর কমিশনারের সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছেন মেয়র।

অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রে কোনও ওষুধ না থাকায় স্বাস্থ্য দফতরের গাউডলাইন মেনে প্যারাসিটামল জাতীয় অসুধ দেওয়া হচ্ছে আক্রান্তদের। মেয়র জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে জ্বর পাঁচ-ছয় দিন পর্যন্ত থাকছে। তবে আক্রান্তের অন্য কোনও শারীরিক সমস্যা থাকলে বাড়াবাড়ি হচ্ছে। মেয়র জানান, মূলত শিশুরাই আক্রান্ত হচ্ছে অ্যাডিনোভাইরাসে। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাধারণ চিকিৎসকরাই রোগী দেখছেন। তাঁরা স্বাস্থ্য দফতরের দেওয়া গাইডলাইন মেনে চিকিৎসা করছেন। তবে বাড়াবাড়ি হলে তাকে হাসপাতালের শিশুবিভাগে পাঠানো হচ্ছে।

বেডের সমস্যা মেটাতে পুর কমিশনারকে নিয়ে বেশ কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। সেই জায়গাগুলিতে অবিলম্বে শিশুবিভাগ চালু করা বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন মেয়র। তবে ফিরহাদ হাকিমের দাবি, অ্যাডিনোভাইরাস এখনো করোনার মতো মহামারীর আকার ধারণ করেনি। অধিকাংশ ক্ষেত্রে পাঁচ-ছ’দিনের মধ্যে শিশুদের জ্বর কমে যাচ্ছে।

অ্যাডিনো ভাইরাস এবং শিশুদের শ্বাসকষ্টজনিত অসুখের মোকাবিলায় স্বাস্থ্যভবন থেকে নতুন নির্দেশিকার জারি করা হয়েছে। নির্দেশিকায় হয়েছে, শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত ভেন্টিলেটরও রাখার করা বলা হয়েছে। নিয়মিত রোগীর হিসাব স্বাস্থ্যভবনকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।