Malaria new antifungal drug: ম্যালেরিয়া আটকানোর অভিনব ওষুধ! চমকে দিলেন ভুবনেশ্বরের চিকিৎসকরা

ম্যালেরিয়ার মৃত্যুর হার এবার কমে যেতে পারে অনেকটাই। ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস (আইএলএস) সম্প্রতি একটি বিশেষ ছত্রাক বিরোধী ওষুধ তৈরি করেছে। গবেষকদের দাবি, প্রাণীদের উপর প্রয়োগ করার পরেই সফল হয়েছে এর পরীক্ষা। দেখা গিয়েছে, ছত্রাক বিরোধী ওষুধটি প্রয়োগ করার পরে প্রাণীর মধ্যে থেকে ম্যালেরিয়ার ব্যাকটেরিয়া একেবারেই উধাও হয়ে গিয়েছে। এবার শুধু মানুষের উপর এই পরীক্ষা সফল হওয়ার অপেক্ষা। তাহলেই ম্যালেরিয়ায় মৃত্যু দ্রুত হারে কমে যাবে বলে দাবি।

ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অধীনে আইএলএস-এর চিকিৎসক বিশ্বনাথন অর্জুন নাগারাজন বলেন, ইতিমধ্যেই ম্যালেরিয়ার চিকিৎসা হিসেবে আর্টেমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি চালু রয়েছে। এর সঙ্গে নতুন ছত্রাকবিরোধী ওষুধ গ্রিসিওফালভিন প্রয়োগ করতে পারলে রোগে মৃত্যুর হার অনেকটাই আটকানো যাবে।

প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার আক্রমণে রক্তের লোহিত রক্তকণিকাগুলিই প্রথমে আক্রান্ত হয়‌। এর ফলে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন কমে যেতে থাকে। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখে। এর ঘাটতিতেই ধীরে ধীরে মৃত্যু্র কোলে ঢলে পড়ে রোগী‌। গবেষণার সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী হিন্দুস্তান টাইমসকে বলেন, গ্ৰিসিউফালভিন তুলনায় অনেকটাই কমদামি একটি ওষুধ। পাশাপাশি এই ওষুধ নিরাপদ। এছাড়াও, শিশু ও প্রাপ্তবয়স্কদের ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচাতে গ্ৰিসিউফালভিন বিপুল পরিমাণে ব্যবহার করা হয়। ফলে সেদিক থেকেও কোনও বিপদের আশঙ্কা দেখছেন না চিকিৎসকরা।

ভুবনেশ্বরের আইএলএসের গবেষকদের এই গবেষণা সম্প্রতি নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবারে বাকি শুধু হিউম্যান ট্রায়াল অর্থাৎ মানুষের উপর এই ওষুধটির পরীক্ষা। সেটি সফল হলেই বাজারে চলে আসবে ম্যালেরিয়ার নতুন ওষুধ। তারপর থেকেই এর ঠিক প্রয়োগে কমে যেতে পারে ম্যালেরিয়া রোগীর মৃত্যুর হার।

সারা বিশ্বেই ম্যালেরিয়া একটি বড়সড় আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। কেন? পরিসংখ্যানই বলে দিচ্ছে সেই কথা। ২০২২ সালে ২৪.১ কোটি মানুষ ম্যালেরিয়াতে আক্রান্ত হন। এর মধ্যে ৬.২৭ লাখ রোগীর মৃত্যু হয় গত সালে। এই নতুন আবিষ্কারে সাফল্য এলে অচিরেই কমবে ম্যালেরিয়া রোগীদের মৃত্যুর হার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup