SC On Menstrual Leave: মহিলাদের ঋতুকালীন ছুটির আর্জির মামলা খারিজ সুপ্রিম কোর্টে, কী জানাল আদালত?

মহিলাদের ঋতুকালীন ছুটির আর্জির মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এদিন তা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। আর্জিতে বলা হয়েছিল, যাতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুপ্রিমকোর্টের নির্দেশ যায়, কর্মরত মহিলাদের ও পড়ুয়া ছাত্রীদের ঋতুকালীন ছুটির লাগু করার নিরিখে। আর সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 

কর্মস্থল থেকে যাতে মহিলাদের ঋতুকালীন ছুটি প্রদান করার বন্দোবস্ত করা হয়, সেই মর্মে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন  আইনজীবী শৈলেন্দ্র মানি ত্রিপাঠী। তিনি আদালতে তুলে ধরেন ১৯৬১ ‘মেটারনিটি বেনিফিট অ্যাক্টে’র প্রসঙ্গ। এদিকে, আদালতের যে বেঞ্চে এই শুনানি হচ্ছিল তার নেতৃত্বে ছিলেন সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপিত ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, এমন ধরনের নির্দেশ শুধুমাত্র নীতি নির্ধারণের দিক থেকেই আসতে পারে। আর শুধু তাই নয়, তিনি জানান, মহিলাদের ছুটি সংক্রান্ত এমন নির্দেশ এলে অফিসগুলিতে মহিলাদের নিয়োগ নিয়ে অনিচ্ছা দেখাতে পারে সংস্থাগুলি, এমন সম্ভাবনাও তৈরি হতে পারে। 

আদালত জানিয়েছে, এমন আবেদনের জন্য সরাসরি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা শ্রেয়। কারণ এই বিষয়টি সরকারিরে নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় বলে বার্তা দেয় আদালত। আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চর অন্যতম পিএস নরসংহ ও জেপি পারদিওয়ালা এই মামলা ‘খারিজ’ করে দেন। বেঞ্চে এই মামলা খুবই কম সময়ের জন্য শুনানি হয়। আদালত স্পষ্ট জানায় যে, এমন আবেদনের সপক্ষে রায় গেলে , তা মহিলাদের কাজে নিযুক্তির দিক থেকে প্রভাব পড়বে। তা মহিলারে হিতকর হবে না বলেও মন্তব্য আসে আদালতের তরফে। 

(বিস্তারিত আসছে।)