WB Transport department: অ্যাপ বাইকে বাধ্যতামূলক বাণিজ্যিক নম্বর প্লেট, জানাল পরিবহণ দফতর

রাজ্যে অ্যাপ বাইকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এতদিন যে কেউ ব্যক্তিগত নম্বর প্লেট থাকলেই অ্যাপ বাইক পেশায় যোগ দিতে পারতেন। তবে এবার থেকে যে কেউ এই পেশায় যোগ দিতে পারবেন না। এর জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। এবার থেকে অ্যাপ বাইক পরিষেবায় যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে বাণিজ্যিক নম্বর প্লেট লাগাতে হবে। রাজ্য পরিবহণ দফতরের তরফে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকে জানানো হয়েছে, মোটরসাইকেল, স্কুটার বা মোটরবাইকে বাণিজ্যিক নম্বর প্লেট থাকলে তবে সেগুলিকে এই পেশায় যোগ করা যাবে অর্থাৎ অ্যাপ বাইক হিসেবে ব্যবহার করা যাবে, না হলে যে কেউ এই পেশায় যুক্ত হতে পারবেন না। বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। এরপরেই রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করার জন্য জেলায় জেলায় বিশেষ শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই শিবিরে ১ হাজার টাকার বিনিময়ে বাণিজ্যিক রেজিস্ট্রেশন করা যাবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। এতদিন এই পরিষেবায় বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক ছিল না। তবে এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই এবার থেকে বাধ্যতামূলক ভাবে বাণিজ্যিক নম্বর প্লেট বসাতে হবে অ্যাপ বাইক।

প্রসঙ্গত, পরিবহণ দফতরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে রাজ্যে এই মুহূর্তে ৩০ হাজার বাইক অ্যাপ পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু, অধিকাংশ বাইকেরই বাণিজ্যিক নম্বর প্লেট নেই অর্থাৎ তারা ব্যক্তিগত নম্বর প্লেট ব্যবহার করেই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে।

অধিকাংশ ক্ষেত্রেই যুবকরা এর সাহায্যে কর্মসংস্থান করে থাকেন। এতদিন বাণিজ্যিক নম্বর প্লেট থাকা বাইক চালকরা শুধুমাত্র তিনটি জেলাতেই পরিষেবা দিতে পারতেন। তবে এবার থেকে হাওড়া সদর এবং দক্ষিণ ২৪ পরগনার শহর অঞ্চলেও পরিষেবা দিতে পারবেন বাণিজ্যিক নম্বর প্লেট থাকা অ্যাপ বাইক চালকরা। অর্থাৎ এবার থেকে তিনটি জেলার পরিবর্তে পাঁচটি জেলায় পরিষেবা দিতে পারবেন তারা। এর ফলে রাজস্ব আদায়ও বাড়বে। কলকাতা ও তার লাগোয়া শহরতলিতে অ্যাপ বাইক পরিষেবা আরও পোক্ত করতে চায় পরিবহণ দফতর। তাই প্রত্যেক জেলায় শিবিরের আয়োজন করে বাইকের মালিকদের বাণিজ্যিক নম্বর প্লেট লাগানোর সুযোগ দেওয়া হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup