Viral post: ক্লাস ফাইভে এই অঙ্ক এসেছে! বড়রাও হিমশিম খাবেন উত্তর পেতে, আপনি কি পারবেন

এমনিই অঙ্কে ভয়। তার উপর যদি অঙ্কটা বোঝাই না যায়, তাহলে তো কথাই নেই। হাল আমলে এমনই একটি অঙ্কের ছবি ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়‌। ক্লাস ফাইভের অঙ্ক পরীক্ষায় এসেছে সেই প্রশ্ন। কিন্তু ছোটরা অঙ্কটি সমাধান করা তো দূর, বড়রাও ফেল মেরে যাচ্ছে।

অঙ্কটি কী ছিল? একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে অঙ্কটি। বলা হচ্ছে, ‘ক্লেইন সোমবার একটি বইয়ের ৩০ পাতা পড়েছে। মঙ্গলবার ওই বইয়ের ১/৮ ভাগ পড়েছে। বাকি ১/৪ অংশ সে বুধবার পড়েছে। বইয়ের মোট পাতা কত?’

কী মনে হচ্ছে? অঙ্কটা পেরে যাবেন? তাহলে ঝটপট করে ফেলাই ভালো। যদিও অঙ্কটি পড়ার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে। অনেকেই লেখেন, ‘এতো বেশ কঠিন অঙ্ক! এইটুকু বাচ্চা কী করে সমাধান করবে?’ আরেকজন বলেন, ‘ভালোই হয়েছে আমি এখন আর অঙ্ক নিয়ে পড়ি না। পড়লে না জানি কত কী ঝক্কি পোয়াতে হত!’ সিংহভাগই অঙ্কটা দেখে হাত গুটিয়ে নিয়েছেন। নিজেদের মধ্যে মস্করায় মেতে ওঠেন অঙ্ক দেখতেই। তবে কেউ পারেননি তা নয়। একজন দুজন এসে অঙ্কটি সমাধানও করে দিয়ে যান। খাতায় সমাধান করে তার ছবি তুলে পোস্ট করে বুঝিয়েও দেন এক নেটিজেন। কমেন্টে অমন বিস্তারিত সমাধান দেখে অন্যরা অবশ্য বাহবা দিয়েছেন। ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আরও পড়ুন: চামড়া থেকেই তৈরি হতে পারে হৃদপিণ্ড, আয়ুও নাকি বাড়বে, চমকে দিল IIT-র গবেষণা

আপনিও হয়তো এতক্ষণে অঙ্কটা করে ফেলেছেন। বা ভাবছেন কীভাবে হতে পারে অঙ্কটা। আপনার সুবিধার জন্য একটু কষে দেওয়া হল। উত্তরটা মিলিয়ে নিতে পারেন। পাতার সংখ্যা হবে ৪৮।

সমাধান:

ধরা যাক, পুরো বইটির মোট পাতাকে ১ দ্বারা বোঝানো হচ্ছে।

বইয়ের ১/৮ অংশ মঙ্গলবার ও ১/৪ অংশ বুধবার পড়া হয়েছে। তাহলে

বাকি (১–১/৪–১/৮) অংশ পড়া হয়েছে সোমবার। এদিকে সোমবার ক্লেইন পড়েছে ৩০ পাতা।

অর্থাৎ

১–১/৪–১/৮=৩০

বা, (৩২–৮–৪)/৩২=৩০ (৪ ও ৮ এর লসাগু ৩২)

বা, ২০/৩২=৩০

বইয়ের ২০/৩২ অংশ যদি ৩০ পাতা হয়

তবে ১ হবে ৩০÷২০/৩২ = ৩২×৩০/২০ = ৪৮ পাতা

উত্তর: বইয়ের মোট পাতার সংখ্যা ৪৮

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup