Measles-Rubella vaccination: হাম-রুবেলা টিকাকরণের সময়সীমা বাড়াল স্বাস্থ্য দফতর

হাম-রুবেলা টিকাকরণের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। দফতর সূত্রে খবর, এখনও ৬ শতাংশ শিশুদের টিকা দেওয়া হয়নি। এই সংখ্যাটা প্রায় ১৪ লক্ষের কাছাকাছি। পাঁচ বছরের নীচে এই শিশুদের টিকা দিতে রুবেলা টিকা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

গত মাস থেকে রাজ্যে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাকরণ কর্মসূচি। ৯ মাস থেকে শুরু করে ১৫ বছর বয়সিদের এই টিকা দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি স্কুলের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই টিকা দেওয়া হচ্ছে। ১১ ফেব্রুয়ারি ছিল এই টিকাকরণ কর্মসূচির শেষ দিন। কিন্তু তখনও ৬ শতাংশেরও বেশি শিশুর টিকাকরণ বাকি থাকায় তা বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু দেখা যায়, রাজ্যের ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সব শিশু-কিশোরদের এখনও টিকাকরণের আওতায় আনা যায়নি। তাই ১০০ শতাংশ শিশুদের টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে ভ্যাকসিন দেওয়ার সময় আবারও বাড়ানো হল।

এরই মধ্যে প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে অ্যাডিনো ভাইরাস। যদিও এটি এখনও মারাত্মক আকার নেয়নি বলেই মনে করছে প্রশাসন। তবে করোনার মতো এই ভাইরাসও রূপ বদল করছে। মূলত শিশুদের উপর আক্রমণ করছে এই ভাইরাস। পাঁচ থেকে ছ’দিন পর জ্বর কমে গেলেও পুরোপুপি সুস্থ হয়ে উঠছে না অনেক শিশু। হাসপাতালে ভর্তি হওয়া শিশুরাও বাড়ি ফিরে ফুসফুসের সমস্যা ভুগছে। কোনও ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে বলা হয়েছে হাসপাতালগুলিকে।