মেয়ে আমার সৎ, একদিন সবাই বুঝবে, সুর বদলে দাবি হৈমন্তীর মায়ের

কয়েক ঘণ্টা আগেও বলছিলেন মেয়ে মরে গেছে। জামাইকে মানি না। আর রবিবার সুর বদলে গেল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ‘রহস্যময়ী নারী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা বুলা গঙ্গোপাধ্যায়ের। মেয়েকে সার্টিফিকেট দিয়ে বললেন, আমার মেয়ে অসৎ কাজ করতে পারে না। একই সঙ্গে তাঁর দাবি, সময়মতো প্রকাশ্যে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন হৈমন্তী।

এদিন তিনি বলেন, ‘আমার মেয়ে সৎ। লোকে একদিন বুঝবে ও কত ভালো। শ্বশুরবাড়ির লোকেরা তো মেয়েদের নানা নিন্দা করে। তার মানে কি তারা দোষী?’ কিন্তু কোথায় হৈমন্তী? জবাবে বুলাদেবী জানান, ‘আমি জানি না। কোনও কাজে ব্যস্ত হয়তো। সময়মতো প্রকাশ্যে এসে যা বলার বলবে। একদিন সবাই বুঝবে ও কতটা সৎ ছিল।’

শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৈমন্তীর স্বামী গোপাল দলপতি বলেন, হৈমন্তী নির্দোষ। ওর সঙ্গে নিয়োগ দুর্নীতির দূর দূরান্ত পর্যন্ত যোগাযোগ নেই। কুণাল ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার সঙ্গে ওর যোগাযোগ নেই। আমাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তবে এখনও আইনি বিচ্ছেদ হয়নি।

এর পরই হৈমন্তীর মায়ের সুরবদলে প্রশ্ন উঠছে, তবে কি গোপালের পরামর্শেই মেয়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি? সরাসরি মেয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর?