সাগরদিঘিতে ভোট লুঠ করতে বীরভূম – বর্ধমান থেকে লোক ঢোকাচ্ছে তৃণমূল

সাগরদিঘি উপনির্বাচনে বহিরাগতদের এনে ভোট লুঠ করতে চাইছে তৃণমূল। এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শেষ দিনের প্রচারে তিনি বলেন, পায়ের তলায় মাটি নেই জেনে বীরভূম, বর্ধমান থেকে বহিরাগতদের এনে ভোট লুঠ করতে চাইছে তৃণমূল। প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে ঠিক করে ব্যবহার করছে না। কিন্তু এভাবে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার শেষ দিনের প্রচারে সাগরদিঘির বন্যেশ্বর এলাকায় গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেন সুকান্তবাবু। গ্রামের মানুষকে নকল ইভিএমে বিজেপি প্রার্থীকে কী ভাবে ভোট দিতে হবে তা দেখান। এর পর তিনি বলেন, ‘সাগরদিঘিতে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। বীরভূম, বর্ধমান থেকে লোক ঢুকিয়ে ভোটারদের ভয় দেখিয়ে ভোট লুঠ করতে চায় ওরা। প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতো ব্যবহার করছে না। গণতন্ত্রে এভাবে বেশিদিন ক্ষমতা দখল করে রাখা যায় না। জনগণ এদের উচিত শিক্ষা দেবে।’

তাঁর দাবি, ‘সাগরদিঘিতে বিজেপির পাশে সাধারণ মানুষ রয়েছে। এমনকী মুসলিমরাও বিজেপির পাশে এসে দাঁড়িয়েছেন। যার ফলে এখানে কড়া প্রতিদ্বন্দিতা হবে। বিজেপি – কংগ্রেস দুদলই ভোট পাবে। তৃণমূলও ভোট পাবে।’

বলে রাখি, সাগরদিঘি উপনির্বাচনে এই নিয়ে দ্বিতীয় বার প্রচারে গেলেন সুকান্তবাবু। সাগরদিঘি উপ নির্বাচনে প্রার্থী দেয়নি বামেরা।