Stone Pelted at Vande Bharat Train: ফের আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস! চেন্নাই-মাইসুরু ট্রেনে পাথর বর্ষণে ভাঙল জানলার কাচ

ফের একবার বন্দে ভারত ট্রেনে হামলা। এবার আক্রান্ত মাইসুরু-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের দুটি জানলার কাচ ভেঙে গিয়েছে পাথর বর্ষণের জেরে। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে কে আরপুরমের মধ্যে এক এলাকায়  পাথর বর্ষণের জেরে আক্রান্ত হয়েছে ট্রেন। শনিবার, কে আর পুরম ও বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণ পশ্চিম রেলওয়ে জানিয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আক্রান্ত হননি।

যদিও পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গোটা ঘটনা নিয়ে চলছে তদন্ত। এদিকে, ট্রেনে পাথর বর্ষণ নিয়ে এর আগে রেলওয়েজের তরফে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়। এর আগে, বেঙ্গালুরু ডিভিশনে এমন পাথর বর্ষণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও ঘটেছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এমন পাথর বর্ষণ করলে আভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। দক্ষিণ পশ্চিম রেলওয়েজের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে ২১ বার পাথর বর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু জানুয়ারি মাসের। আর ফেব্রুয়ারি মাসে শুধু এই পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ১৩ টি। এরপরও রেলের তরফে জানানো হয়েছে, পাথর ছোড়ার ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে সমস্ত রকমের সতর্ক বার্তা সত্ত্বেও এমন ঘটনা বারবার ঘটে যাওয়া নিয়ে বেশ অস্বস্তিতে রেল।

দুই সপ্তাহ আগে, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তেলাঙ্গানার মেহবুবাবাদ স্টেশন পার করার সময়ই সেদিন ওই পাথর ছোড়ার ঘটনা ঘটে। তবে সেক্ষেত্রেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় বন্দে ভারতে জানলার কাচ ভেঙে গিয়েছে। এছাড়াও বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন হওয়ার আগে, তাকে লক্ষ্য করে রেল ইয়ার্ডে পাথর ছোড়া হয়। তাতেও ভাঙে জানলার কাচ। এদিকে, চেন্নাই-মাইসুরু বন্দেভারত দক্ষিণ ভারতের বন্দেভারত এক্সপ্রেসগুলির মধ্যে অন্যতম। গত নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে এই ট্রেনের উদ্বোধন করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup  

 

 

 

 

 

 

(বিস্তারিত আসছে।)