Fire at BJP councilor house: আসানসোলে BJP কাউন্সিলরের বাড়িতে আগুন, পুড়ে ছাই দোতলা বাড়ির একাংশ

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোলের কুলটির সাঁকতোরিয়া কলোনিতে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিজেপি কাউন্সিলরের দোতলা বাড়ির একাংশ। আজ রবিবার ভোররাতে আসানসোল পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও বাড়ির দোতলার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

অগ্নিকাণ্ডের সময় বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য এবং তার স্বামী অভিজিৎ আচার্য সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেই তাঁরা সকলে তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই বাড়ি দোতালায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোতলায়। তাঁরা আসবাবপত্র সরানোর সময় পাননি। দাউ দাউ করে জ্বলে ওঠে দোতালা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তবে তা পৌঁছতে অনেক বেশি সময় লেগে যায় বলে অভিযোগ। ফলে আগুনের লেলিহান শিখা দেখা যায় দোতলায়।

কাউন্সিলরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাড়ির দোতলার একটি ঘরে আগুন লাগে। এরপরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারের তরফে দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কাউন্সিলরের পরিবার সূত্রে খবর, আগুনে বাড়ির কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

বিজেপি কাউন্সিলর বলেন, ‘যখন আগুন লাগে তখন আমরা বাড়িতে সকলে ঘুমিয়ে ছিলাম। বিষয়টি জানতে পেরে আমরা সকলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসি। শুধুমাত্র ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে আসতে পেরেছি। বাকি সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।’ দমকলে খবর দেওয়ার পরেও এক ঘণ্টা দেরিতে এসেছে বলে অভিযোগ কাউন্সিলরের। এরপরেই তিনি এলাকায় দমকলের সাব স্টেশন তৈরির দাবি জানিয়েছেন। তাঁর দাবি, দমকল আরও আগে পৌঁছলে সে ক্ষেত্রে আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করত না।

এদিন আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসি। দেখি কাউন্সিলরের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup