Fixed Deposit Interest Rate hiked: FD-তে সুদের হার বাড়াল আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক! ইন্টারেস্ট মিলবে ৭.২৫ শতাংশও

আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল। দু’কোটি টাকার কম মূল্যের এফডিতে সুদের হার বাড়িয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদের এফডি করা যায়। সর্বোচ্চ চার শতাংশ এবং সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ সুদ মিলবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার কিছুটা বেশি। প্রবীণ নাগরিকরা এফডিতে সর্বনিম্ন ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন। তাঁদের সর্বোচ্চ সুদের পরিমাণ ৭.২৫ শতাংশ।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার (আমজনতা)

  • ৭ দিন থেকে ১৪ দিন: ৪ শতাংশ। 
  • ১৫ দিন থেকে ৩০ দিন: ৪.২৫ শতাংশ। 
  • ৩১ দিন থেকে ৪৫ দিন: ৪.২৫ শতাংশ। 
  • ৪৬ দিন থেকে ৫৯ দিন: ৪.৫ শতাংশ। 
  • ৬০ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ।
  • ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৫ শতাংশ। 
  • ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৫.৫ শতাংশ। 
  • ২৭১ দিন থেকে ৩৬৪ দিন: ৫.৫ শতাংশ। 
  • ১ বছর থেকে ২ বছরের কম: ৬.৭৫ শতাংশ। 
  • ২ বছর থেকে ৩ বছরের কম: ৬.৫ শতাংশ। 
  • ৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.২৫ শতাংশ। 
  • ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৬.২৫ শতাংশ।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার (প্রবীণ নাগরিক)

  • ৭ দিন থেকে ১৪ দিন: ৪.৫ শতাংশ। 
  • ১৫ দিন থেকে ৩০ দিন: ৪.৭৫ শতাংশ। 
  • ৩১ দিন থেকে ৪৫ দিন: ৪.৭৫ শতাংশ। 
  • ৪৬ দিন থেকে ৫৯ দিন: ৫ শতাংশ। 
  • ৬০ দিন থেকে ৯০ দিন: ৫ শতাংশ। 
  • ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৫.৫ শতাংশ। 
  • ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৬ শতাংশ। 
  • ২৭১ দিন থেকে ৩৬৪ দিন: ৬ শতাংশ। 
  • ১ বছর থেকে ২ বছরের কম: ৭.২৫ শতাংশ। 
  • ২ বছর থেকে ৩ বছরের কম: ৭ শতাংশ। 
  • ৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৭৫ শতাংশ। 
  • ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৭৫ শতাংশ।

আরও পড়ুন: ICICI Bank FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আরও এক ব্যাঙ্ক! রইল নতুন চার্ট

একাধিক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি

চলতি মাসেই রেপো রেট (যে হারে আরবিআইয়ের থেকে ঋণ নেয় বাণিজ্যিক ব্যাঙ্ক) বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। একই পথে হেঁটেছে একাধিক বেসরকারি ব্যাঙ্কও।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)