ABP Exclusive: Bengal Wicketkeeper Abhishek Porel Got Hit In Face, Got Stitches, Delhi Capitals Waves Off Any Concern About His Health

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে (IPL) বাংলার ক্রিকেটারদের বঞ্চিত থাকার ছবিটা কিছুটা হলেও বদলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাঁকে ঘিরে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে তাঁকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। একইরকম উদ্যোগী দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সঞ্জয় দাসও।

আর এরই মাঝে উদ্বেগ তৈরি হয়ে গেল অভিষেক পোড়েলকে (Abhishek Porel) ঘিরে। বাংলার উঠতি উইকেটকিপার-ব্যাটার সোমবার প্র্যাক্টিসের সময় চোট পেলেন। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন বঙ্গ ক্রিকেটার। তাঁকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেই এবিপি লাইভকে জানালেন দিল্লি ক্যাপিটালসের এক কর্তা।

কলকাতায় তিনদিনের প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটারদের প্রস্তুতির তত্ত্বাবধান করছেন সৌরভ নিজে। হাতে ধরে ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন মহারাজ। সঙ্গে রয়েছেন তাঁর বাল্যবন্ধু, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয়ও। শনিবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতি শিবির শুরু হয়েছিল। রবিবার অবশ্য ইশান্ত শর্মা, পৃথ্বী শ, সরফরাজ খানরা প্র্যাক্টিস করেন ইডেন গার্ডেন্সে। প্রস্তুতির ফাঁকে সৌরভের সঙ্গে দেখা করতে এসেছিলেন রণবীর কপূর। একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলেন রণবীর-সৌরভরা।

সোমবার ফের সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাক্টিস করেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারেরা। প্র্যাক্টিস চলাকালীনই চোট পান অভিষেক। তিনি নেটে উইকেটকিপিং করছিলেন। এক স্পিনারের বল আচমকা লাফিয়ে অভিষেকের চোখের নীচে লাগে। সঙ্গে সঙ্গে মুখের সেই অংশটি ফেটে যায়। শুরু হয় রক্তক্ষরণ।

মাঠেই দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে থাকা চিকিৎসক অভিষেকের চোট পাওয়া জায়গায় প্রাথমিক শুশ্রূষা করেন। তারপর তরুণ ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় এক হাসপাতালে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকা সঞ্জয় দাস বলছিলেন, ‘অভিষেকের চোখের নীচে দুটো সেলাই পড়েছে। বলটা আচমকা লাফিয়েছিল। তবে আমার সঙ্গে কথা হয়েছে। ভয়ের কিছু নেই। দ্রুত সেরে যাবে ও।’

ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় গুরুতরক জখম হওয়ার পরই আর একজন উইকেটকিপার-ব্যাটারকে দলে নিতে তৎপর দিল্লি ক্যাপিটালস। লড়াইটা মূলত দুজনের। বাংলার অভিষেক পোড়েল ও সৌরাষ্ট্রের শেলডন জ্যাকসন। জ্যাকসন আগে আইপিএলে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য ছিলেন। সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফির ফাইনালে ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তবে চন্দননগরের অভিষেক পোড়েলও পিছিয়ে নেই। বিশেষ করে অভিষেককে নিয়ে প্রভাবিত সৌরভও। ভারতীয় ক্রিকেটে যিনি একের পর এক মনি মাণিক্য তুলে এনে গড়েছিলেন টিম ইন্ডিয়া, তাঁর সায় থাকলে অভিষেকের জন্য আইপিএলের দরজা খুলে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ১০ রানে অল আউট, ২ বলে জয়ের রান তুলে নিল প্রতিপক্ষ! টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড