Nokia changes its logo: প্রায় ৬০ বছরে প্রথমবার পালটাল Nokia-র ‘আইকনিক লোগো’, ফোনের ‘ছোটোবেলা’-য় নয়া রং

প্রায় ৬০ বছরে প্রথমবার নিজেদের আইকনিক লোগো পালটে ফেলল নোকিয়া। সুইডিশ ফোন প্রস্তুতকারক সংস্থার লোগোয় যে আগে হাত ছিল এবং পুরোপুরি নীল রঙে লেখা ‘NOKIA’ থাকত, তা পালটে গিয়েছে। এখন নয়া লোগোয় একগুচ্ছ রং ব্যবহার করা হয়েছে। ‘NOKIA’ লেখার স্টাইলও পরিবর্তিত হয়েছে। হাতের পরিবর্তে একটা বন্ধনের মতো তৈরি করেছে নোকিয়া। 

নোকিয়ার নয়া লোগোয় কী কী আছে? পাঁচটি আলাদা আকৃতি মিলিয়ে ‘NOKIA’ তৈরি করা হয়েছে। আইকনিক নীল রং বাদ দিয়ে একগুচ্ছ রং ব্যবহার করেছে নোকিয়া। কোনও নির্দিষ্ট রং রাখা হয়নি। সম্ভবত সমাজের সকল শ্রেণির মানুষের জন্য সেই বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। যে লোগো পরিবর্তনের মাধ্যমে প্রায় ছয় দশকে প্রথমবার ব্র্যান্ডের পরিচিতি পালটানোর পথে হাঁটছে সুইডিশ ফোন প্রস্ততকারক সংস্থা। যে সংস্থা একটা সময় পরিবারের সদস্য হয়ে উঠেছিল। হয়ে ওঠে ‘নস্ট্যালজিয়া’।

আরও পড়ুন: Nokia 2780 Flip: নস্ট্যালজিয়ার মোড়কে আধুনিক ফিচার ফোন! দাম কত?

নোকিয়ার লোগো পরিবর্তনের বিষয়টি নিয়ে সংবাদসংস্থা রয়টার্সে একটি সাক্ষাৎকারে নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লুন্ডমার্ক বলেন, ‘স্মার্টফোনের সঙ্গে যোগসূত্র ছিল এবং বর্তমানে আমরা ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি হয়ে উঠেছি।’ বার্সেলোনায় বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগেরদিন সুইডিশ সংস্থা নোকিয়ার ভবিষ্যতের পথ নিয়ে মুখ খুলেছেন। যে অনুষ্ঠান আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)