G Kar Medical College: আরজি করে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল সুদীপ্ত রায়কে, কারণটা কী?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়কে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। তাঁকে কেন বদলি করা হল তার কারণ নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। তবে সূত্রের খবর, নানা বিষয় নিতে তাঁর বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছিল। সে কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জানানো হয় সুদীপ্ত রায়কে আরজি কর মেজিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় দায়িত্বে আসছেন চিকিৎসক শান্তনু সেন। এ নিয়ে সুদীপ্ত রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পডুন: দাদা-দিদির হাত ধরে টিকিট মিলবে না! নানুরে কাজল শেখের গলায় অভিষেকের সুর

২০২১ সালের সেপ্টেম্বরে আরজিকরে দীর্ঘ ২ঘণ্টা বৈঠকের পর হাসাপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে সুদীপ্ত রায়ের নাম ঘোষণা করা হয়। তবে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে? এর ব্যাখ্যা হিসাবে সংশ্লিষ্টমহলের কেউ কেউ মনে করছেন, চিকিৎসক এবং নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের নিজের ইচ্ছামতন বদলি করে দেওয়া নিয়ে তাঁর বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল। তাঁকে ঘিরে উঠেছিল নানা বিতর্ক। তাই এই বদল। এই বদল নিয়ে শান্তনু সেনেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।