Viral news NASA image: নাসার চোখে আকাশের তিনটে ফুটকি! দেখেই রীতিমতো উত্তেজিত নেটিজেন, কীসের ছবি viral

আকাশে যেন এক দফায় তিন ফুটকি এঁকেছে কেউ। সব ফুটকির অবশ্য সমান আকার নয়। একটা ছোট তো আরেকটি বড়। অন্যটিকে মাঝারি বললে ভুল বলা হবে না। এই তিন ফুটকির একটি আবার চাঁদ! রাতের আকাশে এমন দৃশ্য দেখতে পেয়েছেন?

আরও পড়ুন: ১০টি টাইটেনিয়াম টিউব রাখা হল মঙ্গলের মাটিতে, কী কাজ করবে এরা, জানাল নাসা

নাসা জানিয়েছে আগামী ১ মার্চের মধ্যে আকাশে তাকালে এই দৃশ্য দেখতে পাবেন! আসলে এই ফুটকিরা কারা? একটির পরিচয় যদি চাঁদ হয়, বাকি দুটি কোন জগতের? সৌরজগতেরই কেউ নাকি অন্য কোনও ভিনজগতের আলো?

আরও পড়ুন: সূর্যের গায়ে লাল-নীল আলো! নতুন এই সব রং কীসের ইঙ্গিত দিচ্ছে

নাহ, অন্য কোনও জগতের কিছু আলো পাঠাচ্ছে না। এই সৌরজগতের আরও দুই পরিচিত গ্ৰহ ধরা দিয়েছে আপনাকে। চাঁদের সঙ্গে একই ফ্রেমে হাজির হয়েছে তাঁরা। দেখা যাচ্ছে, বড় টিপের মতো চাঁদের কাছে রয়েছে ফুটকির মতো বৃহস্পতি গ্ৰহ। আর দুটি গ্ৰহের তলায় কিছুটা দূরত্বে জ্বলজ্বল করছে বাংলা ও বাঙালির শুকতারা বা সন্ধ্যাতারা। বিজ্ঞানের পরিভাষায় যদিও এটি তারা বা নক্ষত্র নয়, একটি গ্ৰহ, শুক্র গ্ৰহ।

সম্প্রতি রাতের আকাশে দেখা যাচ্ছে, এই তিনটি গ্ৰহকে। আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিকস স্পেস এজেন্সি (নাসা) বিশেষ টেলিস্কোপ মারফত সেগুলির ছবি তুলেছে। নাসার তরফে টুইটারে এই ছবিটি পোস্টও করা হয়েছে। তাতেই দেখা যায়, একটি দিগন্তের ঠিক নিচেই উজ্জল গ্ৰহগুলি। নাসার তরফে বলা হয়, এই তিনটি ফুটকিকে ১ মার্চ পর্যন্ত এভাবে দেখা যাবে। ১ মার্চ কী হবে? নাসার বিজ্ঞানীরা বলেন, এই সময় শুক্র গ্রহ ও বৃহস্পতি চোখের হিসেবে অনেকটাই কাছাকাছি চলে আসবে।‌ ততদিন বেশ ভালোভাবে বোঝা যাবে তিন ফুটকির রূপকথা।

এছাড়াও নাসা একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নেটিজেনদের জন্য। রাতের গাঢ় কালো আকাশে বিন্দু বিন্দু তারার ছবি পোস্ট করে নাসা লেখে, ‘আপনারাও কী রাতের আকাশে এই ছবি দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের ছবি তুলে পাঠিয়ে দিন চটপট।’ সেই ডাকে সাড়া দিয়েছেন অনেক নেটিজেন। রাতের আকাশের ওই দৃশ্য তুলে কমেন্টে পোস্ট করেছেন তাঁরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup