Madhyamik student suicide: ক্যানসার আক্রান্ত বাবা, মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিয়ে আত্মঘাতী ছাত্রী

আবারও উদ্ধার হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। আজ রবিবার সকালে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। মৃত ছাত্রীর দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আদৌ ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পাঁশকুড়ার বাড়ি থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়েছে। সিলিং ফ্যান থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শনিবার ভূগোল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর সকলের সঙ্গে ঠিকভাবেই কথা বলেছিল ছাত্রীটি। শেষবার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয় রাত্রি ১০টা নাগাদ। পরে সকালে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষা কেমন দিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ছাত্রীর এক আত্মীয় জানান, তার বাবা ক্যানসার আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভরতি রয়েছেন। সেই কারণেও ছাত্রী আত্মঘাতী হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও ছাত্রটির দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃতদেহ ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একইভাবে হরিণঘাটায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ওই ছাত্রীর নাম মৌমিতা ভৌমিক। গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় মৌমিতাকে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিণঘাটা নগরউখড়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরও কয়েকদিন আগে স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি ফিরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার সাদুল্লাপুরের এক মাধ্যমিক পরীক্ষার্থী। বরাবর ক্লাসের প্রথম স্থানাধিকারী এই ছাত্রী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে নিয়েই কেন আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup