বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএল-এ নেই বুমরা, বিশ্বকাপে মাঠে নামবেন? । Big blow! Jasprit Bumrah likely to miss IPL 2023

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাহলে কি আশঙ্কা সত্যি হতে চলেছে। গত কয়েক মাস ধরে পিঠের সমস্যায় ভুগছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলারের ফের একবার পিঠে অস্ত্রোপ্রচার করানোর পরামর্শই দেওয়া হয়েছে। এদিকে ৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2023)। ফলে অস্ত্রোপ্রচারের পর তাঁকে এবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে মাঠে নামতে পারবেন না। মঙ্গলবার বিসিসিআই-এর (BCCI) সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।  

২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বুমরা। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন এই জোরে বোলার। বছরের শুরুতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল বুমরার। তাঁকে দলেও রাখা হয়েছিল। তবে চোট না সারায় তাঁকে সেই সিরিজ থেকেও সরে আসতে হয়। জরুরি ভিত্তিতে বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) মেডিক্যাল দলের কাছে রিহ্যাব করছেন বুমরা। শোনা যাচ্ছে সেই মেডিক্যাল দলের তরফ থেকে তাঁকে ফের একবার অস্ত্রোপ্রচার করার পরামর্শ দেওয়া হয়েছে। আর এই খবর সত্যি হলে বুমরা শুধু আইপিএল নন, আগামী কয়েক মাসও মাঠের ধারেকাছে ঘেঁসতে পারবেন না। 

চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বাকি দুই টেস্টের দলেও নেই বুমরা। এদিকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে। এর আগে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তবে বিশ্বকাপেই পুরো ফিট বুমরাকে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাই ‘বুম বুম বুমরা’-কে আসন্ন আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) খেলতে দেখা যাবে না। কারণ বিসিসিআই সূত্রের খবর, বুমরার চোট যথেষ্ট বড়। আর তাই এই জোরে বোলাকে মাঠে ফেরাতে আর তাড়াহুড়ো করতে চাইছেন না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন বুমরা। 

আরও পড়ুন- Sachin Tendulkar: ৫০তম জন্মদিনে ওয়াংখেড়েতে বসছে ‘গড অফ ক্রিকেট’-এর মূর্তি

আরও পড়ুন- BGT 2023: কে এল রাহুলকে ছেঁটে কি শুভমন সুযোগ দেওয়া হবে? ছবিতে দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “যতটা ভাবা গিয়েছিল, বুমরার চোট এর থেকেই অনেক বড়। ওর পুরো ফিট হতে আরও কয়েক মাস সময় লাগবে। তাই ওর ভবিষ্যতের কথা ভেবে এখনই মাঠে নামিয়ে দেওয়া সম্ভব নয়। আপাতত টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে ওর সার্ভিস পেতে চাইছে।” 

সম্পূর্ণ ফিট বুমরা। এই ঘোষণা করেই গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সেই উদ্দেশ্যও পূরণ হল না। সূত্রের খবর, পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন বুমরা। আর তাই তাঁকে এখনও মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হল না। এখন শোনা যাচ্ছে তাঁর ফের একবার অস্ত্রোপ্রচার করানো হতে পারে। 

গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছেন বুমরা। কিন্তু তাঁর সুস্থ হতে আরও কিছু দিন লাগবে। তাই আইপিএল-এ তাঁর সার্ভিস পাবে না রোহিতের মুম্বই। এহেন বুমরা কবে আবার মাঠে নামেন সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)