ADENOVIRUS Advisory: অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় জারি ১০ দফা নির্দেশিকা, চালু হেল্পলাইন নম্বর

অ্যাডিনো ভাইরাস মোকাবিলা দশ দফা নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে জরুরি ভিত্তি একটি নির্দেশিকা জারি করতে বলেন।

কী থাকছে নির্দেশিকায়?

১. মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (এআরআই) চালু রাখতে হবে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা।

২. বর্হিবিভাগে ভিড় কমাতে প্রতিটা মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা পৃথক পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক চালু করা হবে। সেখানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক।

৩. মেডিক্যাল সুপারিনটেন্ড্যান্ট অথবা অধ্যক্ষের অনুমতি ছাড়া কোনও অসুস্থ শিশুকে অন্যত্র রেফার করা যাবে না।

৪. জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখতে হবে।

৫. চিকিৎসা পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সংশ্লিষ্ট পিজিটি চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দায়িত্বে থাকবেন।

পডুন: অ্যাডিনো নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, জারি হবে গাইডলাইন, স্কুল কি বন্ধ হবে?

৬. আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে সাধারণের মধ্যে অ্যাডিনো ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি অভিযান চালাতে হবে।

৭. বিসি রায় শিশু হাসপাতাল, কলকতা মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ-সহ মোট পাঁচটি হাসপাতালকে পেডিয়াট্রিক হাব হিসেবে কাজে লাগাতে হবে।

৮. চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য চিকিৎসক ও নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

৯. রাজ্যের প্রতিটি স্তরের হাসপাতালগুলি পরিষ্কা-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত স্যানিটাইজেশনের করতে হবে।

১০. চিকিৎসার সংক্রান্ত হেল্পলাইন নম্বর ১৮০০-৩১৩৪৪৪-২২২চালু করা হল।