Rohit Sharma Indian Captain Take On KLs Removal From Vice Captaincy To Gills Chance In Playing Eleven Before Australia Match

ইনদোর : নজরে সিরিজ জয়। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মাঠের লড়াইয়ে নামার প্রাক্কালে ভারতীয় ক্রিকেটে ঘুরতে থাকা যাবতীয় প্রশ্ন নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)। কোনওরকম রাখঢাক না রেখে ভারতীয় অধিনায়ক উত্তর দিলেন যাবতীয় প্রশ্নের। শুভমন গিল কি ফের একবার টেস্টে সুযোগ পেতে চলেছেন বর্ডার-গাওস্কর সিরিজেই ? কেএল রাহুলকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব থেকে নির্বাচকদের সরিয়ে দেওয়া কি কোনও ইঙ্গিত ? ইনদোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচের প্রাক্কালে সাংবাদিক সম্মেলনে রোহিতের দিকে ধেয়ে গিয়েছিল সব প্রশ্নই, যা নিয়ে মুখ খুললেন তিনি। 

বর্ডার-গাওস্কর সিরিজের প্রথম দুই টেস্টে জিতে ইতিমধ্যে ৪ ম্যাচের সিরিজে ২-০ লিড নিয়ে ফেলেছে ভারত। ট্রফি যে ভারতেই থাকছে, নিশ্চিত করা হয়ে গিয়েছে সেটাও। এবার লক্ষ্য সিরিজ জয়। ইনদোর টেস্টে ভারত জিতলে সিরিজে ৩-০ ব্যবধানের লিড নিয়ে ফেলা যাবে। পাশাপাশি এই টেস্টে জিতলে পাকা হয়ে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) স্থানও। 

রোহিতের জবাব

তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ কী হতে চলেছে জানতে চাইলে হাসিমুখে রোহিতের সাফ জবাব, ‘টসের মঞ্চেই প্রথম একাদশ সবার সামনে রাখতে পছন্দ করি। তার আগে উন্মাদনা নয় বজায় থাক।’ কেএল রাহুলকে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন নির্বাচকরা। যে প্রসঙ্গ কি কোনও ইঙ্গিত জানতে চাইলে রোহিতের জবাব, ‘দলের সহ অধিনায়ক থাকা বা না থাকাতে কিছুই প্রমাণ হয় না। সিনিয়ারিটির ভিত্তিতেই সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল মনে হয়।’ যদিও কেএলের খারাপ ছন্দের প্রসঙ্গ পুরোটা এড়িয়ে যাননি রোহিত। তবে তাঁর ওপর আস্থা রেখেই রোহিত বার্তা, হ্যাঁ, টপ অর্ডারের কয়েকজন কাঙ্খিত ছন্দে নেই। তবে সেই ধারা পাল্টে যাওয়া একটা বা দুটো ইনিংসের বিষয়।

এদিকে, নির্ধারিত ওভারের ক্রিকেটে দুরন্ত ছন্দ দেখানোর পর শুভমন গিলকে ফের একবার টেস্টে সুযোগ দেওয়া উচিত বলেই সোশাল মাধ্যমে প্রবল রব উঠেছে। সমর্থকদের যে বার্তা সমর্থন করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞও। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। এই অবস্থায় বর্ডার-গাওস্কর সিরিজেই কি শুভমনকে ফের টেস্টে সুযোগ দেওয়া হতে পারে ? জল্পনার রেশ বজায় রেখে রোহিতের উত্তর, ‘প্রশ্নটা শুধু গিল বা কেএলকে ঘিরে নয়, স্কোয়াডের ১৭-১৮ জনকে ঘিরেই। কিন্তু প্রথম একাদশে কারা থাকছে সেই ঘোষণা টসের মঞ্চে করতেই পছন্দ করব।’

আরও পড়ুন- ওয়াংখেড়েতে বসছে ‘ঈশ্বরের’ মূর্তি, জায়গা বাছতে হাজির নিজেই