সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মানিক

ক্ষতিপূরণ মামলায় মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রত্যাশামতো ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন জেলবন্দি তৃণমূল বিধায়ক। বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

২০১৭র প্রাথমিক টেটে শাহিলা পারভিন নামে এক পরীক্ষার্থী তাঁর পরীক্ষার ফল জানতে পারেননি। এর ফলে পরবর্তী নিয়োগপ্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করতে পারেননি তিনি। এই ঘটনায় তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেন তিনি। সেই মামলায় মানিককে ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত। কিন্তু জরিমানার টাকা আদালতে জমা দেননি মানিক।

এর পর গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, জরিমানার টাকা আদালতের রেজিস্ট্রারের কাছে জমা না দেওয়া পর্যন্ত মানিকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। জরিমানার টাকা জমা দিলে তবে সম্পত্তি ফেরত পাবেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মানিক। মামলাটি গ্রহণ করেছে আদালত। আগামী সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলবন্দি মানিক ভট্টাচার্য। মানিককে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এর পর মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে শৌভিককে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় আদালত। সেই মতো আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। কিন্তু গত সপ্তাহে সেই আবেদন খারিজ করে ২ জনকেই জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। ফলে চাইলেও মানিকের হয়ে কে টাকা জমা দেবেন সেটাও এখন লাখ টাকার প্রশ্ন।