Elephant: হাতির করিডোর হবে উত্তরবঙ্গে, নিরাপদে গটগট করে হাঁটবে ওরা, খরচ ২৫ কোটি

উত্তরবঙ্গে হাতি মানুষ সংঘাত ক্রমেই বাড়ছে। শুধু হাতি নয়, একাধিক জীবজন্তুর সঙ্গেও মানুষের সংঘাত ক্রমে বাড়ছে। বলা হচ্ছে হাতি সহ অন্যান্য জীবজন্তুর আবাসস্থলে থাবা বসিয়েছে মানুষ। আর তার জেরে সংঘাত অবশ্যম্ভাবী। যার পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। একের পর এক ব্যক্তির মৃত্য়ু হচ্ছে হাতির হানায়। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু হয় এক ছাত্রের। 

খোদ মুখ্য়মন্ত্রী জানিয়েছিলেন, হাতির সংখ্য়া ক্রমশ বাড়ছে। এবার সেই হাতির যাতায়াতের জন্য় করিডোর বানানোর সিদ্ধান্ত সরকারের। হাতি সহ অন্যান্য জীবজন্তুদের যাতায়াতের জন্য় এই করিডোর তৈরি করা হবে। এজন্য প্রায় ২৫ কোটি টাকা খরচ করা হবে।

সূত্রের খবর, উত্তরবঙ্গের কোচবিহারে তৈরি হবে এই করিডোর। প্রায় ৫ কিমি লম্বা ও ২০০ মিটার চওড়া এই করিডোর তৈরি হবে। এখান দিয়ে শুধু হাতিরা নয়, অন্য়ান্য জন্তুরাও যেতে পারে তার ব্য়বস্থা করা হবে।

আসলে বিশেষজ্ঞদের মতে, একটি নির্দিষ্ট জায়গা দিয়ে হাতিরা যাতায়াত করে। আর সেই পথেই যদি বসতি, রাস্তা তৈরি হয় তবে এক জঙ্গল থেকে অপর জঙ্গলে যেতে গিয়ে বিপাকে পড়ে হাতির দল। তখনই শুরু হয় সংঘাত। এবার প্রায় ২০০ মিটার চওড়া ওই করিডোর তৈরি হবে। তবে রেললাইনে কাটা পড়ে হাতি মৃত্যুর ঘটনা হয়েছে। সেকারণে এবার রেলপথের অনেকটা নীচে দিয়ে তৈরি করা হবে এই করিডোর।

তবে এই করিডোর তৈরির জন্য় ইতিমধ্যেই জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। মূলত বন্যপ্রাণীদের সুরক্ষার বিষয়টি মাথায় রাখা হচ্ছে। পাশাপাশি হাতির হানায় যাতে মানুষের মৃত্যু না হয় সেটাও খেয়াল রাখা হচ্ছে। তবে শুধু এই রাজ্যেই নয়, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়়খণ্ড, বিহার, ওড়িশাতেও হাতির করিডোর তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এবার বাংলাতেও হাতির করিডোর তৈরির উদ্যোগ। তবে সূত্রের খবর, একটি নয় একাধিক করিডোর হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গেও এই ধরনের করিডোর হতে পারে। 

তবে বাস্তবে কবে এই প্রকল্প বাস্তবায়িত হবে সেটাই এখন বড় প্রশ্ন। কার্যত দীর্ঘদিন ধরেই এই করিডোর তৈরির প্রক্রিয়া চলছে। একাধিকবার এনিয়ে বৈঠক হয়েছে। কিন্তু তারপরেও হাতির হানায় মানুষের মৃত্যু হচ্ছে। তারপরেও রেললাইনে কাটা পড়ে এই রাজ্যে হাতি মৃত্যুর ঘটনা হয়। সেক্ষেত্রে হাতি সহ অন্যান্য  জীবজন্তুর স্বাভাবিক বাসস্থানে যাতে কোনও প্রভাব না পড়ে সেটিও দেখা হোক, এমনটাই চাইছেন পশু প্রেমীরা।