Rishabh Pant Provides Injury Updates, Claims Way Of Looking At Life Changed Post Injury

নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বর মাসেই এক গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রাথমিকভাবে তাঁর প্রাণ সংশয় থাকলেও, তা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে আসন্ন আইপিএল বা এ বছর ঘরের মাঠে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে যে পন্থ খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। চোট সারিয়ে পন্থ কবে মাঠে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত অনুরাগী। এবার নিজের স্বাস্থ্যের আপডেট দিলেন পন্থ নিজেই।

ভিন্ন জীবনদর্শন

তিনি দ্রুতই মাঠে ফিরবেন বলে জানিয়ে পন্থের দাবি এই চোট তাঁর জীবনদর্শন অনেকটাই বদলে দিয়েছে। পন্থ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি এবং ধীরে ধীরে সেরেও উঠছি। ভগবানের আর্শীবাদ ও মেডিক্যাল দলের তৎপরতায় আশা করছি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরে আসব। এই পরিস্থিতিতে আমার চারিপাশের পরিবেশটা ইতিবাচক না নেতিবাচক, সেইটা বিচার করার মতো অবস্থায় নেই আমি। তবে সত্যি বলতে আমি যেভাবে জীবনটাকে দেখি, সেই ছবিটা আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। এখন আমি ছোট ছোট বিষয়গুলিও দারুণভাবে উপভোগ করি, যা সাধারণ সময়ে আমাদের চোখেই পড়ে না। আজকাল তো সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছতে, নিজের বিশেষ জায়গা গড়তে দিনরাত খাটা খাটনি করছেন। এই দৌড়ঝাপের মধ্য আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলি উপভোগ করতে তো বলতে গেলে ভুলেই গিয়েছি।’

পন্থের কথায় তিনি দ্রুত মাঠে ফিরতে যে কতটা বদ্ধপরিকর, সেই ছবিটা স্পষ্টভাবেই ফুটে ওঠে। ‘আমি ক্রিকেটকে কতটা মিস করছি, সেটা সত্যি বলতে ভাষায় বোঝানো সম্ভব নয়। আমার গোটা জীবনটাই তো ক্রিকেটকে কেন্দ্র করে ঘোরে। আমি দ্রুতই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার সবথেকে যেই জিনিসটা বেশি পছন্দ, সেই ক্রিকেট খেলার মাঠে ফেরার তর আর কিছুতেই সইছে না।’ বলে জানান পন্থ।

ফেরার প্রস্তুতি

কীভাবে মাঠে ফিরে আসার জন্য প্রস্তুতি সারছেন ভারতের তারকা ক্রিকেটার? সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমার জন্য প্রতিদিন যে রুটিন তৈরি করা হয়েছে, আপাতত সেটাই মেনে আসছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই ফিজিওথেরাপিস্টের সঙ্গে মিলে আমার দিনের প্রথম ফিজিওথেরাপি সেশনটা করি। তারপর নিজেকে একটু বিশ্রাম দিয়ে আবার দ্বিতীয় সেশনের জন্য প্রস্তুত হই। এরপরেই আমি যতটা ব্যথা সহ্য করতে পারব, সেই অনুযায়ীই দ্বিতীয় সেশনে অংশ নিই। বিশেষত প্রথম সেশনটায় বেশি চাপ পড়লে দ্বিতীয়টা করা বেশ মুশকিলই হয়ে পড়ে।’

আরও পড়ুন: পরিবেশের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া, অকপট স্বীকারোক্তি স্মিথের