Indian Man Shot dead by Australian Police: সাফাইকর্মীকে ছুরিকাঘাত, ভারতীয় নগরিক রহমাতুল্লাহকে গুলি করে মারল অজি পুলিশ

অস্ট্রেলিয়ায় এক ভারতীয় নাগরিককে গুলি করে মারল অস্ট্রেলিয়ার পুলিশ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে। মৃতের নাম মহম্মদ রহমাতুল্লাহ সৈয়দ আহমদ। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। বর্তমানে ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। নিউ সাউথ ওয়েলসের সিডনির কাছে অবার্ন নামক শহরে বাস করতেন তিনি। জানা গিয়েছে, রহমতুল্লাহ এক সাফাই কর্মীকে ছুরিকাঘাত করেন এবং পুলিশকে সেই ছুরি দেখিয়েই হামলার হুমকি দেন। এরপরই পুলিশ তাকে গুলি করে মেরে দেয়। (আরও পড়ুন: চিন সীমান্ত ঘেঁষে তৈরি হবে দেশের সর্ববৃহৎ বাঁধ, অনুমোদন দিল কেন্দ্র, জানুন বিশদ)

জানা গিয়েছে, সিডনির পশ্চিমে অবার্ন শহরতলিতে রেল স্টেশনে গিয়ে এক সাফাই কর্মীকে ছুরিকাঘাত করেন রহমতুল্লাহ। এই ঘটনার পাঁচ মিনিট পর সেই রক্তে ভেজা ছুরি নিয়েই অবার্ন পুলিশ স্টেশনে পৌঁছান সেই ভারতীয়। এরপর এক পুলিশ কর্মীকে সেই ছুরি দেখিয়ে ভয় দেখান রহমতুল্লাহ। এরপরই বাধ্য হয়ে পুলিশকর্মীকে গুলি করতে হয় রহমতুল্লাহকে। গুলিবিদ্ধ হওয়ার পর প্যারামেডিকরা মহম্মদ রহমাথুল্লাহকে ঘটনাস্থলেই বাঁচানোর চেষ্টা করে। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ওয়েস্টমিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: BJP শাসিত রাজ্যে ৩০,০০০ মানুষ শেয়ার করেছে শিশুদের পর্ন! চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে

এই ঘটনা প্রসঙ্গে নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেছেন, ‘অফিসাররা প্রতিক্রিয়া দেখানোর জন্য মাত্র কয়েক সেকেন্ড পেয়েছিলেন এবং মহম্মদ রহমাথুল্লাহ সৈয়দ আহমেদকে গুলি করা ছাড়া তাদের কাছে আর কোনও উপায় ছিল না।’ তিনি আরও বলেন, ‘আমি এই পুলিশ কর্মকর্তাদের পূর্ণ সমর্থন করি। এটা মারাত্মক হতে পারত। এই ঘটনাটা আমাদের থানায় ঘটেছে।’

আরও পড়ুন: সরকারি হাসপাতালে মায়ের পাশে ঘুমিয়ে থাকা একমাসের শিশুকে ছিঁড়ে মারল কুকুর!

এই ঘটনা প্রসঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে নিউ সাউথ ওয়েলসে বিদেশ ও বাণিজ্য বিভাগের অফিসকে এই বিষয়টি জানিয়েছি। পাশাপাশি নিউ সাউথ ওয়েলস প্রদেশের পুলিশ কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি।’