Salt Lake Ring Road new lane: গতিময় হবে সল্টলেক! রিং রোডে লেন বাড়ানোর পরিকল্পনা, শীঘ্রই শুরু সমীক্ষা

সেক্টর ফাইভের রিং রোডের যানজট কাটাতে এবার তিন লেনের করিডরের পরিকল্পনা করা হচ্ছে। আপাতত রিং রোডে দুটি লেন আছে। আরও একটি লেন যুক্ত করে সেক্টর ফাইভ এবং বিশ্ব বাংলা সরণিতে যানজট কমানোর পরিকল্পনা করছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি। সেজন্য শীঘ্রই সমীক্ষা শুরু করা হবে। সূত্রের খবর, কোন সংস্থা সমীক্ষা করবে, তা বাছাইয়ের কাজ চলছে। 

রিং রোডের লেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা কেন করা হচ্ছে? বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নিউ টাউন এবং সল্টলেকের সেক্টর ফাইভের মধ্যে একটি সেতু (৬০০ মিটারের ফ্লাইওভার) তৈরি করা হচ্ছে। যা আগামী এপ্রিলের মধ্যে চালু হয়ে যেতে পারে। সেই সেতু ব্যবহার করে যে গাড়িগুলি আসবে, সেগুলির চাপ পড়বে রিং রোডের উপর। বাড়বে গাড়ির সংখ্যা। অফিসের ব্যস্ত সময় গাড়ির সংখ্যা আরও বাড়বে। সেই পরিস্থিতিতে যানজটের সমস্যা কাটাতে সেক্টর ফাইভের রিং রোডে আরও একটি লেন যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: 11000 cr investment in North Bengal- ১১,০২৬ কোটি টাকা বিনিয়োগ, ১ .২৫লাখ চাকরি, উত্তরবঙ্গে বড় পরিকল্পনা রাজ্যের

আপাতত দুই লেনের সেক্টর ফাইভের রিং রোড প্রায় নয় মিটার চওড়া। তৃতীয় যে লেনটা যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে, সেটা চার মিটারের মতো চওড়া হবে। তার ফলে রিং রোড প্রায় ১৪ মিটার চওড়া হয়ে যাবে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও বেশি গাড়ি বহন করতে পারবে সল্টলেক সেক্টর ফাইভের রিং রোড। আধিকারিকদের আশা, বাড়তি লেন যুক্ত হয়ে গেলে অনেক বেশি গাড়ি চলাচল করতে পারবে রিং রোডে। আরও গতিময় হবে সল্টলেক।

আরও পড়ুন: North Bengal to Jangalmahal road- বাঁকুড়া, বর্ধমান হয়ে জঙ্গলমহল থেকে সোজা উত্তরবঙ্গ! ৩,২০০ কোটি টাকা বরাদ্দ মমতার

সূত্রের খবর, সল্টলেকে সেক্টর ফাইভের বাড়তি লেনের জন্য যত দ্রুত সম্ভব সমীক্ষা শুরু করার পরিকল্পনা করছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি। যে রিং রোড ২০১৩ সালে তৈরি করা হয়েছিল। এবার তৃতীয় লেনের জন্য কোন সংস্থা সেই সমীক্ষার কাজ করবে, তা বাছাইয়ের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup