Lionel Messi Orders 35 Gold IPhones For His World Cup Winning Argentina Team And Staff

বুয়েনস আইরেস: কাতারে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জিতেছে আর্জেন্তিনা (Argentina vs France)। আর সেই ট্রফি জিতে লিওনেল মেসি (Lionel Messi) এতটাই উচ্ছ্বসিত যে, এবার তাঁর বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ও কোচিং স্টাফদের মূল্যবান উপহার দিতে চলেছেন।

কী সেই উপহার?                        

আর্জেন্তিনার জাতীয় দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সোনার আই ফোন (iPhones gold) উপহার দিচ্ছেন মেসি। ইংল্যান্ডের বিখ্যাত সান পত্রিকার খবর অনুযায়ী, ২৪ ক্যারাট সোনার তৈরি আই ফোনের এই বিশেষ সংস্করণের দাম ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা। প্রত্যেকটি ফোনে ফুটবলার ও সাপোর্ট স্টাফের সদস্যদের নাম, নম্বর ও আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের লোগো মুদ্রিত রয়েছে। শনিবারের মধ্যে মেসির বাড়িতে এই ফোনগুলি পৌঁছে যাওয়ার কথা।

গোটা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একজন বলেছেন, ‘লিওনেল বিশেষ কিছু একটা করতে চেয়েছিল। ও নিজের জীবনের গর্বের মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চেয়েছিল। সেই কারণেই উদ্যোপগতি বেন লায়ন্সের সঙ্গে যোগাযোগ করেন মেসি। দুজনে মিলে বসে ফোনের নকশা চূড়ান্ত করেছেন।’                             

ব্রিটিশ সংবাদপত্রের দাবি অনুযায়ী, উপহার কেনার জন্য প্রায় ৬০ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ করছেন মেসি। বিশ্বকাপ জয়ী দলের সব ফুটবলার এবং কোচিং স্টাফের জন্য বিশেষ ভাবে তৈরি ৩৫টি আইফোন কিনছেন মেসি। ২৪ ক্যারাট সোনায় তৈরি ফোনগুলিতে রয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের লোগো। এ ছাড়াও প্রতিটি ফোনে লেখা রয়েছে দলের এক এক জন সদস্যের নাম। ফুটবলারদের ফোনগুলিতে রয়েছে তাঁদের জার্সি নম্বরও।

বেন লায়ন্স ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, মেসি চেয়েছিলেন এমন কিছু উপহার দিতে যাতে লেখা থাকবে আর্জেন্তিনার সোনালি সাফল্যের কথা। আইডিজ়াইন গোল্ডের কর্ণধার লায়ন্স বলেছেন, ‘আমি মেসিকে এই সোনার আই ফোনের প্রস্তাব দিয়েছিলাম। এই ভাবনাটা মেসিকে খুব খুশি করেছিল।’ সূত্রের খবর, লায়ন্স প্রথমে সোনার ঘড়ি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মেসিকে। মেসির সেই প্রস্তাব খুব একটা পছন্দ হয়নি। তারপরই সোনার আই ফোন দেওয়ার ব্যাপারে সম্মত হন মেসি। আপাতত মহার্ঘ উপহার পাওয়ার অপেক্ষায় রয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে এমিলিয়ানো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, হুয়ান আলভারেজরা।

আরও পড়ুন: উমেশ, অশ্বিনের দাপটে লড়াইয়ে ফিরল ভারত, ১৯৭ রানে শেষ অস্ট্রেলিয়া