Madhyamik 2023 Mathematics Exam: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার না থাকায় পুরো নম্বর মিলবে? মুখ খুলল পর্ষদ

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার বিভ্রাটের জেরে কি পুরো নম্বর দেওয়া হবে? তা নিয়ে মুখ খুলল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে গ্রাফ পেপারের বিভ্রাট হলেও ওই অংশের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হবে না। যে পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেমন গ্রাফের প্রশ্নে আঁকবে এবং উত্তর দেবে, তার ভিত্তিতে নম্বর দেওয়া হবে। কোনও ‘ফ্রি’ নম্বরের প্রশ্ন উঠছে না।

বৃহস্পতিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার পর পর্ষদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘যে প্রশ্ন নিয়ে কথা হচ্ছে (অর্থাৎ গ্রাফ বিভ্রাট নিয়ে আলোচনা চলছে), সেটায় মোট চার নম্বর ছিল। বেলা ১২ টায় পরীক্ষা শুরুর আশপাশের সব সেন্টার/ভেন্যু ইনচার্জের এবং জেলা স্কুল পরিদর্শককে জানিয়ে দেওয়া হয়েছিল যে উত্তরপত্রে (গ্রাফ) আঁকতে হবে এবং গ্রাফ পেপার না থাকার কারণে পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়নের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।’

মাধ্যমিকে গ্রাফ পেপার বিভ্রাট

এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এমন একটি প্রশ্ন (নীচের পরিসংখ্যা বিভাজনের পরিসংখ্যা তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন কর) এসেছিল, যে প্রশ্নের জন্য গ্রাফ পেপার লাগত। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষাকেন্দ্রে গ্রাফ পেপার পৌঁছায়নি বলে দাবি করা হয়। সেই পরিস্থিতিতে বিভ্রান্তি তৈরি হয়। কীভাবে মাধ্যমিকের মতো পরীক্ষায় এরকম বিভ্রাট হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আরও পড়ুন: Madhyamik 2023 graph paper: পরীক্ষাকেন্দ্রে এল‌ না গ্ৰাফ পেপার, মাধ্যমিক অঙ্ক পরীক্ষার দিন ভোগান্তি

তারইমধ্যে সন্ধ্যায় পর্ষদের তরফে একটি বিবৃতি জারি সেই বিভ্রাটের যাবতীয় দায় ‘কোশ্চেন পেপার সেটার’ (প্রশ্নপত্র তৈরি করা শিক্ষক) এবং মডারেটের উপর চাপিয়ে দেওয়া হয়। পর্ষদের তরফে বলা হয়েছে, ‘কোশ্চেন পেপার সেটার এবং মডারেটাররা জানাননি যে (মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায়) গ্রাফ পেপার প্রয়োজন হবে। তাই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার জন্য ফাঁকা উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার পাঠানো হয়নি।’ সেইসঙ্গে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনার প্রেক্ষিতে আগামী শনিবারের (৪ মার্চ) মধ্যে তাঁর কাছে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও গ্রাফ বিভ্রাটের মধ্যে নাম গোপন রাখার শর্তে এক স্কুল শিক্ষক জানিয়েছেন, কয়েক বছর পরে এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ সংক্রান্ত প্রশ্ন ছিল। গ্রাফ পেপার নিয়ে সমস্যা হলেও ওই প্রশ্নের বিকল্প ছিল। যে প্রশ্নের উত্তরের জন্য কোনওরকম গ্রাফ পেপারের প্রয়োজন ছিল না।

২০২৩ সালের মাধ্যমিকের বিভিন্ন প্রশ্নের রিভিউ

  • Madhyamik 2023 Bangla Exam Review: কেমন হল মাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 English Exam Review: কেমন হল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 Geography Exam Review: কেমন হল মাধ্যমিকের ভূগোল প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 Life Science Exam Review: কেমন হল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক – ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 History Exam Review: কেমন হল মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষক – ক্লিক করুন এখানে
  • Madhyamik 2023 Mathematics Exam Review: কেমন হল মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা – ক্লিক করুন এখানে

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)