SC bar association head reprimanded by CJI: সুপ্রিম কোর্টে মেজাজ হারালেন বার অ্যাসোসিয়শনের প্রধান, তুমুল ভর্ৎসনা CJI-র

সুপ্রিম কোর্টে মেজাজ হারালেন সিবিআইয়ের আইনজীবী বিকাশ সিং। যিনি আবার শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রধান। তা নিয়ে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তুমুল ভর্ৎসনার মুখে পড়েন আইন। একেবারে কড়া ভাষায় প্রধান বিচারপতি জানিয়ে দেন, কখনও আদালতে চোঙরাঙানির সামনে মাথানত করেননি। তাঁর পেশাদারি কেরিয়ারের (সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদকালে) যে দু’বছর বাকি আছে, সেইসময়ও করবেন না।

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের দায়ের করা জমি বরাদ্দ সংক্রান্ত মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আবেদন জানান আইনজীবী সিং। তিনি দাবি করেন, গত ছয় মাসে একবারও সেই মামলার শুনানি হবে। তাঁর সওয়ালের প্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি জানান, সাধারণভাবে সেই মামলার শুনানি হবে। দিনের যে সময় তাঁরা (সুপ্রিম কোর্টের বিচারপতিরা) ফাঁকা থাকবেন, সেইসময় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধানকে আসতে বলেন।

তারপরই মেজাজ হারিয়ে ফেলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। তিনি জানান, তাহলে তাঁকে বিষয়টি নিয়ে আরও সরব হতে হবে। এমনকী তিনি বলেন, ‘তাহলে আপনার বাসভবনে আসতে হবে।’ তারপরই তুমুল রেগে যান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘বসে পড়ুন। চুপ করুন। মিস্টার সিং অবিলম্বে এই আদালতকক্ষ থেকে বেরিয়ে যান।’ সঙ্গে তিনি জানান, সুপ্রিম কোর্টের বেঞ্চকে ভয় দেখিয়ে কোনও কাজ হয়ে যাবে, সেরকম আশা করা একেবারেই কাঙ্খিত নয়। ‘আমি কখনও কোনও কারও সামনে দমে যাইনি। কেউ ভয় দেখাতে পারেননি। আমার পেশাদারি কেরিয়ারে শেষ দু’বছরে সেটা হতেও দেব না।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)