TMC Footage: রাজ্যপালকে ভিডিয়ো ক্লিপিংস পাঠাচ্ছে তৃণমূল, নিশীথ কাণ্ডে পাল্টা পদক্ষেপ

নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা এবং বোমা–গুলি চলার অভিযোগ নিয়ে রাজ্যপাল, কলকাতা হাইকোর্ট এবং সিবিআই তদন্ত চেয়ে বিজেপি রাজ্যের আবহ গরম করে তুলেছে। ছুটে বেড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। আর সিবিআই তদন্ত চেয়েছেন শুভেন্দু অধিকারী। নালিশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। তারপর রাজভবন থেকে এসেছে কড়া বিবৃতি। এবার পাল্টা পদক্ষেপ হিসাবে সেদিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ রাজ্যপালের কাছে পাঠাতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

ঠিক কী বলছেন জেলা সভাপতি?‌ দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেদিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এই ভিডিয়ো নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে সেটা রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখে কাপড় বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র এবং হকি–স্টিক নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হওয়ার ‘প্রমাণ’ রাজ্যপালের কাছে পাঠানো হবে। অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘সেদিনের ঘটনার ভিডিয়ো আমরা রাজ্যপালের কাছে তুলে ধরব। তাঁকে অনুরোধ করব তিনি যেন ওই ভিডিয়ো দেখেন এবং বিজেপির দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে খোলা চোখে দেখেন।’

ঠিক কী ঘটেছিল দিনহাটায়?‌ কোচবিহারের দিনহাটায় জনসংযোগ কর্মসূচি হিসাবে পদযাত্রা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি কর্মীরা। আর সেখানেই তৃণমূল কংগ্রেস তাঁকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেয়। আর এই দুই কর্মসূচি চলার সময়ই দু’‌পক্ষের মধ্যে মারধর, বোমাবাজি থেকে গুলি পর্যন্ত চলে বলে অভিযোগ। এই ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে নিশীথকাণ্ড নিয়ে নালিশ করেন। তখন ঘটনার তীব্র নিন্দা করে কড়া বিবৃতি জারি করেন রাজ্যপাল। নবান্নের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠান তিনি।

কী বলছে তৃণমূল–বিজেপি?‌ এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘ওই দুষ্কৃতী কারা যারা সাংসদের কনভয়ে থাকে? আমরা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রামেগঞ্জে ওই ভিডিয়ো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরব। জনসমক্ষে বিজেপির গুন্ডামির দৃশ্য দেখা যাবে।’ আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মিথ্যা কথা বলে চলেছে তৃণমূল। আমাদের কর্মীদের উপর হামলা হলে, বাড়িঘর ভাঙচুর করলে তাঁরা কি চুপচাপ বসে থাকবেন? সংবিধানে বলা আছে, আপনার উপর আক্রমণ হলে আপনার প্রতিরোধ করার অধিকার আছে। কোথায় এই ভিডিয়ো দেখাবে দেখাক।’