খুলনায় চিকিৎসাসেবায় কোনও সমস্যা নেই: ডা. রাশিদা

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলাকারীর গ্রেফতার দাবিতে শুক্রবার (৩ মার্চ) তৃতীয় দিনের কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। খুলনা বিএমএ তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আলোচনার জন্য খুলনায় আসা স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. রাশিদা সুলতানা বললেন, ‌‘খুলনার হাসপতালে রোগী ভর্তি হচ্ছে, জরুরি সেবা পাচ্ছে, ভর্তি রোগীরাও সেবা পাচ্ছে। কোনও হাসপাতালে চিকিৎসাসেবায় কোনও সমস্যা নেই।’

ডা. রাশিদা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে ৩ মার্চ বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা বিচ্ছিন্নভাবে কথা বলবেন না। আপনারা কথা বলবেন হাসপাতাল পরিচালকের সঙ্গে। হাসপাতাল পরিস্থিতি পরিচালকরা ভালো বলতে পারবেন।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সামিউল ইসলাম বলেন, ‘এর আগে ডা. রকিব হামলার শিকার হয়ে মারা গেছেন। সে ঘটনার এখনও পূর্ণাঙ্গ বিচার হয়নি। এমন পরিস্থিতিতে ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলা হয়৷ তিনি এখনও বেঁচে আছেন৷ ডাক্তাররা কর্মস্থলে নিরাপত্তার দাবি জানিয়েছেন। আমরা এগুলো নিয়ে ওপর মহলে আলাপ করবো। আর খুলনায় এসে আমরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। সেখানে কোনও ধরনের সমস্যা আমরা পাইনি। চিকিৎসাব্যবস্থা পরিচালিত হচ্ছে। দ্রুত চিকিৎসাসেবা স্বাভাবিক হবে।’

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।

বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা খুলনার পরিস্থিতি দেখেছেন। চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের কথা শুনেছেন। এখন তারা ঢাকায় গিয়ে কথা বলবেন। আর বিএমএ খুলনার কর্মসূচিও অব্যাহত থাকবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ মার্চ দুপুর ১২টায় আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ ও সন্ধ্যায় বিএমএ ভবনে বিএমএ খুলনার সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হবে।’

বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, হামলাকারী গ্রেফতার ও মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষ থেকে আসা প্রতিনিধি দলের সঙ্গে শুক্রবার চিকিৎসকদের আলোচনা হয়েছে। ওই আলোচনায় বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসক সংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএমএ ঘোষিত কর্মসূচি অব্যাহত আছে।

উল্লেখ্য, ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। কিন্তু ২ মার্চ সকাল থেকেও কর্মবিরতি অব্যাহত রাখা হয়। ২ মার্চ দুপুরে বিএমএর জরুরি সভা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সেখানে শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও সন্ধ্যায় সাধারণ সভার কথা জানানো হয়।