Mahendra Singh Dhoni Receives Hero’s Welcome On Social Media Riding Tractor

চেন্নাই: ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবার আইপিএল (IPL 2023)। তার আগেই অনুশীলন শুরু করে দিল চার বারের খেতাবজয়ী ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। বৃহস্পতিবারই সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছিলেন আজ, শুক্রবার থেকে শুরু হবে সিএসকে অনুশীলন শিবির। সেই শিবিরে মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni) থাকবেন বলে আগেই জানানো হয়েছিল। সেইমতোই বৃহস্পতিবার রাতেই চেন্নাই পৌঁছেও যান ধোনি।

নায়কোচিত স্বাগত

ধোনিকে নায়কোচিত ভঙ্গিমায় স্বাগত জানানো হয় সিএসকের তরফে। প্রাক মরসুমের জন্য সিএসকের হোটেলে ধোনির প্রবেশ করার ছবি ও ভিডিও সিএসকের তরফে পোস্ট করা হয়। আইপিএল ফ্রাঞ্চাইজির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে স্বাগত জানানোর জন্য একাধিক সিএসকে কর্তা গাড়ির দিকে এগিয়ে আসেন। তাঁকে বরণ করে নেওয়া হয়। তারপর অনুরাগীদের ছবির চাহিদাও হাসিমুখেই মেটান ধোনি।

 

 

শেষ আইপিএল?

শুক্রবার সিএসকের হয়ে অনুশীলনেও ঘাম ঝড়ান ধোনি। অবশ্য ধোনি একা নন, তাঁর পাশাপাশি আম্বাতি রায়াডু, অজিঙ্ক রাহানের মতো তারকারাও এদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন। গত বছর লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল সিএসকে। এবার নিজেদের ভাগ্য বদলের আশায় মাঠে নামবs হলুদ ব্রিগেড। প্রসঙ্গত, গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সে বিরুদ্ধে এবারের আইপিএল মরসুমের প্রথম ম্যাচেই মাঠে নামবে সিএসকে।

ধোনি আপাতত আইপিএল বাদে আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে না, তাই ১০ মাস পরে ফের একবার প্রিয় তারকাকে ক্রিকেট মাঠে দেখতে আইপিএলের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর অনুরাগীরা। জল্পনা রয়েছে এই মরসুম শেষেই সম্ভবত মাহি নিজের ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে পারেন। তবে আদৌ তা হবে কি না, সেটা সময়ই বলবে। 

দিল্লির অধিনায়ক ল্যানিং

সদ্যই অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব নিজেদের নামে করেছে। সেই দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মেগ ল্যানিং (Meg Lanning)। এ বারের বিশ্বকাপ খেতাব জিতেই তিনি আইসিসি ট্রফি জয়ের নিরিখে সর্বকালের সফলতম অধিনায়কের কৃতিত্ব নিজের নামে করে ফেলেছেন। এবার প্রথম ডব্লিউপিএল (Women’s Premier League 2023) জয়ের জন্য তাঁর ওপরেই ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস।

আজ, বৃহস্পতিবার, ২ মার্চই দিল্লি ক্যাপিটালসের তরফে অধিনায়ক হিসাবে মেগ ল্যানিংয়ের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি আজই দিল্লি ক্যাপিটালসের জার্সিও উন্মোচিত হয়। ক্যাপিটালসের পুরুষ ফ্রাঞ্চাইজির মতো মহিলা ফ্রাঞ্জাইজিদের জার্সিরও প্রাথমিক রঙ নীল, লাল। ল্যানিং, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজদের উপস্থিতিতেই জার্সি উন্মোচিত হয়। প্রসঙ্গত, ল্যানিংকে অধিনায়ক নিয়োগ করার পাশাপাশি ভারতের তারকা ব্যাটার জেমাইমার নামও আজই সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়। ২২ বছর জেমাইমাকে ২ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: প্রথম থেকেই বল ঘুরেছে, ইনদওর পিচকে কী রেটিং দিল আইসিসি?