স্থগিত হল শুনানি, তবে কেষ্টর দিল্লি যাত্রায় স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

দিল্লি যাত্রা রুখতে আসানসোল আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডলের আবেদনের শুনানি হল না কলকাতা হাইকোর্টে। শনিবার সকাল ১১টায় বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। উল্লেখযোগ্যভাবে এদিন নিম্ন আদালতের রায়ে কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। 

কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার মামলা না লড়ার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল। যদিও এদিন বেলা ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে কেষ্টর আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবীদের কর্মবিরতির জন্য শেষপর্যন্ত তা হয়নি। এর পর আদালতের তরফে জানানো হয়, বিচারপতি চৌধুরী অনুব্রতর মামলার শুনানির জন্য প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গড়তে অনুরোধ করেছেন। শনিবার সকাল ১১টায় সেই বেঞ্চে মামলার শুনানি হবে। তবে এদিন আসানসোল সিবিআই আদালতের নির্দেশে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত। 

ওদিকে এদিন অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ED-র আবেদনে সম্মতি দেয় আসানসোল আদালত। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত।