ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

আর্জেন্টিনার পর এবার লাতিন আমেরিকার আরেক শক্তিশালী রাষ্ট্র মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি এই দূতাবাস খুলবে বলে শুক্রবার (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড। এ  সময় বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার কথা জানান তিনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মেক্সিকান সরকারের মতে ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ মধ্য এশিয়া অঞ্চলের একটি প্রধান দেশ।

তাই মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করার কথা ভাবছে তারা।

মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

প্রসঙ্গত, ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উ‌দ্বোধন ক‌রেন দেশ‌টির সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সূত্র: ইউএনবি