These are the kind of pitches we want to play on, says Rohit Sharma

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ভাঙবেন। তবে মচকাবেন না। তিনি এক ও অদ্বিতীয় রোহিত শর্মা (Rohit Sharma)। নিজেদের পছন্দের ঘূর্ণি পিচ বানিয়েও চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্ট হারতে হয়েছে। দুই ইনিংসে যথাক্রমে ১০৯ ও ১৬৩ রানে অল আউট হওয়ার জন্য জলে গিয়েছে বোলারদের লড়াই। তবুও ঘূর্ণি পিচ নিয়ে প্রশ্ন উঠলেই রেগে যাচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৯ উইকেটে হারের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। 

সেখানেই স্পিন পিচ নিয়ে প্রশ্ন করা হলে, “স্পিন পিচে খেলা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। আর তাই ব্যাটারদের উপর অহেতুক চাপ দিতে রাজি নই। আমরা এমন পিচে টেস্ট জিতলে কেউ আলোচনা করতে চায় না। তবে হারলেই একাধিক নেতিবাচক মন্তব্য শুরু হয়ে যায়।  

প্রাক্তনরা পিচ নিয়ে ধারাভাষ্য দিয়েছেন। ম্যাথু হেডেন বলেছেন, এই পিচে বল ৪.৮ ডিগ্রি ঘুরছে। প্রথম দিনের পিচ দেখার পরে হেডেন বলেছিলেন, প্রথম দিনই এই পিচ যা আচরণ করছে, তাতে মনে হচ্ছে তৃতীয় দিনের খেলা হচ্ছে। পিচ নিয়ে ক্রমশ আলোচনা না পসন্দ রোহিতের। 

প্রাক্তনদের নেতিবাচক মন্তব্যও হয়তো কানে এসেছে তাঁর। সেই কারণে রোহিত বলছেন, “এই পিচে তো আর প্রাক্তনরা খেলেননি, তাই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমি আগেও বলেছি, এই পিচে আমরা খেলতে পছন্দ করি। ঘরের মাঠে খেললে তো এই সুবিধা নেবোই। বাইরে থেকে কে কী বলছে, তা নিয়ে ভাবার কিছু নেই। ঘরের মাঠের সুবিধা নিয়ে ফলাফল না এলে অন্য কিছু ভাবতাম।”

আরও পড়ুন: ICC World Test Championship Final 2023: দাপটের সঙ্গে আইসিসি টেস্ট ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া

আরও পড়ুন: BGT 2023: ব্যাটিং ভরাডুবির জন্য লজ্জার হার, বিশ্ব টেস্ট ফাইনালের রাস্তায় বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া

পিচ নিয়ে অতিরিক্ত চর্চায় বিরক্ত রোহিত। তাঁর বক্তব্য, অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিঁও দুরন্ত বোলিং করেছেন টেস্টে। তাঁর কথা কেউ জিজ্ঞাসা করছেন না। চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের প্রশংসা করছেন সবাই। অস্ট্রেলিয়ানরাও পূজারার দারুণ রক্ষণের কথা বলেছেন। রোহিত বলছেন, “এই পিচ নিয়ে কথাবার্তা বড্ড বেশি হচ্ছে। যখনই দেশের মাটিতে খেলি, তখনই পিচ নিয়ে কথা হয়। ন্যাথান লিঁওকে নিয়ে কই কেউ তো কিছু বলছেন না? দারুণ বোলিং করল লিঁও। দ্বিতীয় ইনিংসে পূজারা দুর্দান্ত খেলল। তা নিয়েও কেউ কিছু বলল না। অথবা উসমান খোয়াজার ক্রিকেট নিয়েও কেউ কোনও মন্তব্য করেননি। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু পিচ নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ পিচ নিয়ে অতিরিক্ত আলোচনা অপ্রয়োজনীয়।” 

যদিও নাগপুর, দিল্লির পরে ইন্দোরের পিচ নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু পিচ নিয়ে খুব একটা ভাবতে নারাজ রোহিত। বরং তিনি ও তাঁর দলের বাকি ব্যাটাররা যে খারাপ ব্যটিং করেছেন সেটাই তুলে ধরতে চাইছেন। “আমাদের শুরুটা একদম ভালো হয়নি। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাট করতে পারিনি। এই পিচে ৮০-৯০ রানের লিড অনেক বেশি। আমরা জানতাম, লড়াইয়ে থাকতে হলে দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে হবে। আমাদের আরও সাহসী হওয়া উচিত ছিল। কিন্তু সেটাও পারলাম না।” 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)