লালনের চেতনায় বিশ্বাসী হয়ে সমাজে হানাহানি দূর করা সম্ভব: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের সৃষ্টি দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বে তাকে নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। অথচ আমাদের এখানে লালনের ভাবাদর্শ নিয়ে তেমন একটা চর্চা দেখা যায় না। ফকির লালনের চিন্তা-চেতনায় বিশ্বাসী হয়ে সমাজের সকল প্রকার হানাহানি-কাটাকাটি দূর করা সম্ভব।

শনিবার (৪ মার্চ) রাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিন দিনব্যাপী স্মরণোৎসব অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, আজকের সমাজে চরম নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে। সমাজে এক শ্রেণির লোক ধর্মকে হাতিয়ার বানাতে চায়। তারা ধর্ম ব্যবহার করে সাম্প্রদায়িকতার বিষ সমাজে ছড়িয়ে দিয়ে কীভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কিংবা চালাচ্ছে বাংলার মানুষ তা দেখে হতবাক হয়েছে। ধর্মের নামে সাধারণ নিরীহ মানুষের ওপর নৃশংস বর্বরতা ও হানাহানি করে জাতিকে বিভক্তি করার অপচেষ্টা চালাচ্ছে। যা কোনও সভ্য সমাজে কাম্য নয়। তাই লালন সাঁইজির গানের দর্শন ও বাণী সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, লালনের আদর্শের অসাম্প্রদায়িক চেতনার শিক্ষায় দীক্ষা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সক্রেটিসসহ বিশ্বের প্রখ্যাত সব দার্শনিকের মতবাদের সাথে লালনের গানের ভাবাদর্শের মিল রয়েছে অনেকখানি। সবাই তাদের চিন্তা দিয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা বলেছেন। বলেছেন—সাম্প্রদায়িক সম্প্রীতির কথা।  অনুষ্ঠানে আগত ফকির লালন সাঁইয়ের ভক্ত-অনুরাগী, বাউল ও সাধকরা মানবতা মতাদর্শের মানুষ। সহজ-সরল। তারা কোনও সাম্প্রদায়িক মানুষ নয়, তাদের নিরাপত্তা ও আসা-যাওয়া কিছুটা হলেও শিথিল করতে হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আসনের সংসদ সদস্য  আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, নাগরিক কমিটি কুষ্টিয়ার আহ্বায়ক ডা. এস.এম. মুস্তানজিদ ও  কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে এবং আলোচনার শেষে আগত অতিথিদের কুষ্টিয়া লালন একাডেমীর পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেস্ট ও আত্মশুদ্ধির প্রতীক একতারা উপহার দিয়ে বরণ করা হয়।