Ahmedabad not expected to produce rank turner for 4th Test match

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিজেদের ফাঁদে ফেঁসে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠের ফায়দা তোলার জন্য র‍্যাঙ্ক টার্নারকে গুরুত্ব দিচ্ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্ট হারতেই রাহুল দ্রাবিড়দের (Rahul Dravid) ছেলেরা কেমন যেন ঘেঁটে গিয়েছেন। এরমধ্যে আবার বড় সমস্যা ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামের (Holkar Stadium) পিচ ‘পুওর’ (Poor) আখ্যা দিয়ে ভারতের চাপ আরও বাড়িয়ে দিয়েছে আইসিসি (ICC)। এমন অবস্থায় চতুর্থ টেস্ট আয়োজিত হবে আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। সেই মাঠের বাইশ গজ কি আগের তিনটি ভেন্যুর মতো র‍্যাঙ্ক টার্নার হবে, নাকি স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে (Australia) ভারতীয় দল স্বাগত জানাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ বিসিসিআই (BCCI) সচিব জয় শাহের (Jay Shah) সংস্থা গুজরাত ক্রিকেট সংস্থাও (Gujarat Cricket Association) যদি আইসিসি-র রোষানলে পড়লে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন হবে না। 

আগামী ৯ মার্চ থেকে শুরু সিরিজের শেষ টেস্ট। তবে বাইশ গজের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্থানীয় কিউরেটরদের দিয়ে চলেছে বাইশ গজের প্রস্তুতির কাজ। কিন্তু কেমন হতে পারে আহমেদাবাদের পিচ? নাম প্রকাশে অনিচ্ছুক গুজরাত ক্রিকেট সংস্থা এক কর্তা বলেন, “ভারতীয় দলের তরফ থেকে আমাদের কাছে এই বিষয়ে কোনও নির্দেশ আসেনি। তাই চলতি মরসুমে যে ভাবে গত ম্যাচগুলোর জন্য পিচ তৈরি করা হয়েছে, এবারও তেমনই হবে।” এই প্রসঙ্গে সেই কর্তা ফের যোগ করেন, “জানুয়ারি মাসে এই পিচে গুজরাত বনাম রেলওয়েজের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে রেল ৫০৮ রান করার পর গুজরাত দুই ইনিংসে যথাক্রমে ২০০-র বেশি রান করেছিল। এবারও তেমনই পিচ থাকবে।   

আরও পড়ুন: Indore Pitch Controversy, BGT 2023: ইন্দোরের পিচ ‘খেলার অযোগ্য’, বড় ঘোষণা করে রোহিতদের চাপ বাড়াল আইসিসি

আরও পড়ুন:  Indore Pitch Controversy, BGT 2023: হোলকারের পিচকে ‘পুওর’ বলতেই আইসিসিকে ধুয়ে দিলেন লিটল মাস্টার

নতুন ভাবে গড়ে ওঠা এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটি মাত্র টেস্ট আয়োজিত হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের সেই টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল। ঘূর্ণি পিচে গোলাপি বলের সেই টেস্টের দুই ইনিংসে মোট ৭০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল। হয়েছিলেন ম্যাচের সেরা। চলতি সিরিজের ফলাফল ২-১ হলেও, ভারত কিন্তু গত তিনটি টেস্টেই নিজেদের পছন্দের ঘূর্ণি পিচে খেলেছে। বিপক্ষকে বধ করতে চেয়েছে। তবে এবার সেই ছক বুমেরাং হল। তারকা ব্যাটাররা অসহায় মাথানত করার জন্য ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হজম করতে হল হার। তাই এমন প্রেক্ষাপটে বড় প্রশ্ন হল হেড কোচ রাহুল দ্রাবিড় ও রোহিতের থিঙ্কট্যাঙ্ক কি শেষ টেস্টেও ঘূর্ণি পিচে খেলতে চাইবেন? নাকি ছকে আসবে বদল!   

অক্ষরের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা থাকলেও ফর্ম হারানো ব্যাটারদের নিয়ে রোহিত ফের একবার র‍্যাঙ্ক টার্নারে খেলার ঝুঁকি নেবেন? এই প্রশ্ন এখন সবার মুখে। আহমেদাবাদে সিরিজ জিতলে ভারতীয় দল চলে যাবে বিশ্ব টেস্ট ফাইনালে। কিন্তু স্টিভ স্মিথের দল ফের জিতলে মেগা ফাইনাল খেলার স্বপ্ন মাটিতে মিশে যাবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)