Toy train derailed: ফের লাইনচ্যুত হয়ে উলটে গেল টয়ট্রেনের ইঞ্জিন, আহত চালক, যানজট রাস্তায়

কর্শিয়াংয়ের পর ফের টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উলটে গেল। শনিবার দার্জিলিংয়ের ঘুমে লাইনচ্যুত হয়ে উলটে যায় ডিজেল চালিত ওই টয়ট্রেনের ইঞ্জিন। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এদিন শুধু ইঞ্জিনই যাচ্ছিল, ইঞ্জিনের সঙ্গে কোনও বগি ছিল না। দিন কয়েক আগেই লাইনচ্যুত হয়েছিল স্টিম ইঞ্জিন। শনিবার ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে ইঞ্জিনটি যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে রাস্তার ওপর উলটে যায়। এর জেরে এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। রেল দফতরকে খবর দিলে তিনধরিয়া থেকে রিকভারি ভ্যান পৌঁছে ইঞ্জিনটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ইঞ্জিনে দুজন চালক ছিলেন। ঘটনায় একজন আহত হন। তবে বারবার এভাবে টয়ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি আতঙ্কিত পর্যটকরা।

এর আগে তিনধারিয়া ও তুংয়ের মাঝের একটি জায়গায় টয়ট্রেনের ইঞ্জিন উলটে গিয়েছিল। জানা গিয়েছে, সেক্ষেত্রে টয়ট্রেনটি সার্ভিসংয়ের জন্য দার্জিলিং থেকে তিনধারিয়া শেডে আনা হচ্ছিল। অন্য একটি স্টিম ইঞ্জিন সেটি টেনে নিয়ে যাচ্ছিল। সেই সময় কার্শিয়াংয়ের গোথালের কাছে ইঞ্জিনটি লাইনচ্যূত হয়ে যায়। ঘটনায় লাফ দেন চালক। সেই অবস্তায় বেশ কিছুক্ষণ সেটি পড়ে থাকে। খবর পেয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রেনটিকে সরানোর ব্যবস্থা করে। বার বার দুর্ঘটনায় রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে টয়ট্রেন। গত বছর ২২ মার্চ টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল বাবুল শাহ নামে এক ব্যক্তির। নিহতের বাড়ি শিলিগুড়ির বাঘাযতীন কলোনীতে। দুর্ঘটনায় বাবলু শাহর দুটি পা কেটে যায়। পরে তাঁর মৃত্যু হয়। তার আগে ২০১৭ সালের ১২ জানুয়ারি কার্শিয়াংয়ের কাছে মহানদী এলাকায় লাইনচ্যূত হয় টয়ট্রেন। প্রাথমিক তদন্তে উঠে আসে চালকের ভুলেই লাইন থেকে বেরিয়ে যায় ট্রেনের ইঞ্জিন। ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি জংশন ও সুকনার মধ্যে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup