Women’s Premier League’s Trophy Unveiled By The Captains Of Five Franchises

মুম্বই: আজই শুরু হয়েছে ওমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League 2023) আসর। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচের মধ্যেই শুরু হয়েছে ডব্লিউপিএল টুর্নামেন্ট। সেই ম্যাচ শুরুর আগে এক চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান কিয়ারা আডবাণী, কৃতি শ্যানন, এপি ধিঁলোরা। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ডব্লিউপিএলের পাঁচ ফ্রাঞ্চাইজির পাঁচ অধিনায়ক মিলে টুর্নামেন্টের ট্রফি সামনে আনলেন।

ট্রফি উন্মোচন

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হওয়া এই ম্যাচ দেখতে বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহের মতো কর্তারা উপস্থিত ছিলেন। প্রথম ডব্লিউপিএল ম্যাচ দেখতে দর্শকরাও কিন্তু মাঠে কাতারে কাতারে ভিড় জমান। প্রসঙ্গত, আইপিএলের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই কলকাতার নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ব্র্যান্ডন ম্যাকালাম। তাঁর ১৫৮ রানের ইনিংসে ভর করেই কেকেআর ২২২ রান তুলেছিল। ডব্লিউপিএলের প্রথম ইনিংসেও প্রথমে ব্যাট করা মুম্বই ২০০ রানের গণ্ডি পার করল। তাঁরা পাঁচ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলল। 

 

হরমনপ্রীতের দুরন্ত ইনিংস

অবশ্য এখানে কোনও ব্যাটার শতরান হাঁকাননি। মুম্বই অধিনায়ক হরমনপ্রীত সর্বোচ্চ ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। হরমনপ্রীতের অর্ধশতরানের ইনিংস ছাড়াও ওপেন করতে নামা হেইলি ম্যাথিউজ ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের হয়ে শক্ত ভিত গড়ে দেন। সেই ভিতেই ভর করেই দলকে বড় রান তুলতে সাহায্য করেন হরমনপ্রীত।

 তবে অর্ধশতরান করেই স্নেহ রানার বলে তিনি সাজঘরে ফেরেন। অবশ্য হরমনপ্রীত সাজঘরে ফিরলেও অ্যামেলিয়া নিজের ইনিংস চালিয়ে যান। তিনি ২৪ বলে ৪৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। পূজা বস্ত্রকরও শেষে নেমে ব্যাট চালিয়ে আট বলে ১৫ রান যোগ করেন। এর সুবাদেই ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় মুম্বই।  নিজের চার ওভারে ৪৩ রান খরচ করলেও, দুই উইকট নিয়ে স্নেহ রানাই এদিন গুজরাতের সফলতম বোলার। এছাড়া অ্যাশলে, জর্জিয়া ও তনুজা একটি করে উইকেট নেন। গুজরাত মুম্বইয়ের এই বড় রান তাড়া করে ডব্লিউপিএলের প্রথম ম্যাচ জিততে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: পরপর দুই ধাক্কা, সাজঘরে ফিরলেন দুই সেট ব্য়াটার ন্যাট, হেইলি