Viral news New bacteria XDR Shigella: পেট খারাপের নয়া জীবাণু ভয়ানক ছোঁয়াচে! বাজারচলতি সব ওষুধ ফেল! নতুন বিপদের ইঙ্গিত

ভুরি ভুরি ওষুধ খেলে এবার পেট খারাপ নাও কমতে পারে। ইতিমধ্যেই আমেরিকা ভুগতে শুরু করেছে এমন ভয়ঙ্কর সমস্যায়। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ২৪ ফেব্রুয়ারি একটি বিবৃতি জারি করে। সেই বিবৃতিতেই নয়া ব্যাকটেরিয়ার সম্পর্কে জানানো হয়েছে। এক্সডিআর শিগেলা নামের এই ব্যাকটেরিয়া অতিমাত্রায় সংক্রমণ ঘটাতে সক্ষম। শুধু তাই নয়, একবার এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে প্রচন্ড প্রদাহের সঙ্গে সঙ্গে ডায়রিয়া হওয়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: মিলনের পর এই কয়েকটি বিষয়ই কি সবচেয়ে বেশি পছন্দ মেয়েদের? রইল সিক্রেট টিপস

আরও পড়ুন: সঙ্গমের পর অনেকে এই ভুলগুলি করে থাকেন, আপনিও কি সেই দলে? আজই বিপদ এড়ান

কীভাবে সংক্রমণ ছড়ায় শিগেলা?

সিডিসির কথায়, এই ব্যাকটেরিয়া খুব সহজেই সংক্রমণ ছড়াতে পারে সক্ষম। একজনের দেহ থেকে আরেকজনের শরীরে মুখের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ব্যাকটেরিয়া। এছাড়াও, এক ব্যক্তি আরেক ব্যক্তির সংস্পর্শে এলে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। সিডিসির বিবৃতিতে বলা হয়, যৌন সংক্রমণ, সাধারণ খাবার ও জলের মাধ্যমেও এই ব্যাকটেরিয়া এক শরীর থেকে শরীরে ছড়িয়ে পড়ে।

সিডিসির তরফে বলা হয়, সাধারণত কোনওরকম ওষুধ ছাড়াই এই সংক্রমণ সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতি বেশ ঘোরালো হতে পারে। তখন চিকিৎসক অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরামর্শ দেন। তবে এখানেই আরেকটি গেরো দেখা দিয়েছে। বাজার চলতি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সেভাবে কাজ করছে না।

আরও পড়ুন: বাঘা ওষুধেও কিচ্ছু হচ্ছে না এদের, ভয়ানক জীবাণু থেকে কি আবার ছড়াবে অতিমারি

আরও পড়ুন: ঘুমের আগে এই ৫টি কাজ করলেই হু হু করে কমবে ওজন, ফল পাবেন ম্যাজিকের মতো

অ্যান্টিবায়োটিকে লাভ হচ্ছে না মোটেই

সিডিসির বিবৃতিতে জানানো হচ্ছে, বাজার চলতি অ্যান্টিবায়োটিকগুলি সেভাবে কাজেই লাগছে না। কারণ এই শিগেলা ব্যাকটেরিয়ার এক্সডিআর স্ট্রেইন এই ওষুধকে বুড়ো আঙুল দেখাতে ওস্তাদ। কী কী অ্যান্টিবায়োটিক রয়েছে এই তালিকায়? বলা হচ্ছে, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, সেফ্ট্রায়াক্সোন, অ্যাম্পিসিলিন ও আরও বেশ কিছু গ্রুপের ওষুধ। সম্প্রতি শিগেলা ব্যাকটেরিয়ার এই বিশেষ স্ট্রেনে সংক্রমণে হার অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে নতুন করে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আরও একটি ব্যাকটেরিয়া।

সিডিসির জাতীয় পর্যবেক্ষণ ব্যবস্থায় এই বিশেষ স্ট্রেইনে আক্রান্ত রোগীদের সংখ্যা অনেকটাই বেশি। ২০১৫ সালে এই ব্যাকটেরিয়ায় সংক্রমণের হার ছিল শূন্য। সেখানে ২০২২ সালে দেখা যায়, ৫ শতাংশ জনসংখ্যাই এই এক্সডিআর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, সাধারণ সমকামী, উভকামী মানুষদের মধ্যে এই রোগ সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি ঘরছাড়া, এইচআইভি রোগীদের মধ্যে বেড়েছে সংক্রমণের হার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup