ইউক্রেনীয়দের এফ-১৬ চালনায় প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনায় মার্কিন কর্মকর্তারা প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন। তিনটি সূত্রের বরাতে এই প্রতিবেদন ছেপেছে সিএনএন।  

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রয়েছেন দুইজন ইউক্রেনীয় পাইলট। তারা এফ-১৬ যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের মার্কিন সামরিক বিমান চালানো শেখার জন্য নির্বাচিত হয়েছেন। 

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে মধ্যপ্রাচ্যে সফররত এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনীয় পাইলটরা একটি পরিচিতি ইভেন্টের জন্য অ্যারিজোনার টুকসনে আছেন। এটা তাদের নিয়মিত কার্যকলাপের অংশ। মার্কিন বিমান বাহিনী আসলে কীভাবে কাজ করে, তারা তা পর্যবেক্ষণ করছে।’

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কোনও তথ্য নেই জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ ইউক্রেনীয় পাইলটের সংখ্যা বাড়ানোর তাৎক্ষণিক পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।’ সূত্র: সিএনএন