কেষ্টর দিল্লি যাত্রার খবরে আবেগপ্রবণ গদাধর হাজরা, বললেন অনুব্রতকে কষ্ট দিলে…

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপরতা শুরু করেছে ইডি। শেষ পর্যন্ত তিহাড় জেলে বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঠাঁই হতে পারে সূত্রের খবর। আর এই নিয়ে যখন যাত্রা জমে উঠেছে তখন আবেগ প্রবণ হয়ে পড়লেন তাঁর অনুগামী গদাধর হাজরা। অনুব্রতর দিল্লিযাত্রা অবধারিত বুঝে বিজেপি কর্মীদের হুমকি দিয়ে বসলেন তিনি। বললেন, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে কষ্ট দিলে আমরা এখানে বিজেপি কর্মীদের একই রকম কষ্ট দেব।

রবিবার নানুর বিধানসভার কীর্ণাহারে তৃণমূলের কর্মিসভায় যোগ দেন গদাধর হাজরা। নানুরের তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে গদাধরের বিরোধ কারও অজানা নয়। এদিন অবশ্য মঞ্চে দেখা যায় দুজনকেই।

কীর্ণাহারের কল্লোল ভবনের এই সভায় গদাধর বলেন, ‘বিজেপি ইডি – সিবিআইকে ব্যবহার করে অনুব্রত মণ্ডলকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এসব করে ওরা কিছু করতে পারবে না। বীরভূমে ভোট কী করে করাতে হয় সেটা অনুব্রত মণ্ডলের কাছ থেকে আমাদের শেখা আছে। অনুব্রতর কায়দাতেই ভোট করাব।’

এর পরই হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। চিৎকার করে বলতে থাকেন, ‘অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে যদি কষ্ট দেয় তাহলে আমরা এখানকার বিজেপি কর্মীদের একই রকম কষ্ট দেব’।

বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘তৃণমূলের কাজ হুমকি দেওয়া। ওতে আমাদের যায় আসে না। আমরা তো গরু চোর নই। মানুষ এর উত্তর দেবে। তখন গদাধর হাজরারা পালানোর পথ পাবেন না।’