Google bans These Youtube channel: ৬০০০ চিনা ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল গুগল, গুরুতর অভিযোগ ব্লগারদের দিকে

৭৫০০এরও বেশি চ্যানেলকে স্রেফ মুছে দেওয়া হল ইউটিউব থেকে। ২০২৩এর প্রথম ত্রৈমাসিকেই এমন কড়া সিদ্ধান্ত নিল গুগল। ঠিক কী কারণে এই চ্যানেলগুলি মুছে দেওয়া হল? সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়া ও চিন থেকে পরিচলিত হত ওই চ্যানেলগুলি। তবে সেটা দোষ নয়। আসলে ওই চ্যানেলের মাধ্যমে অস্বাভাবিক বিষয়ের সম্প্রচার চলত। সেই সম্প্রচার বন্ধ করতেই কড়া হল গুগল। বছরের শুরুতে মার্চ শেষ হওয়ার আগেই ৭৫০০ চ্যানেল ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হল। এর মধ্যে শুধু চিনেরই ৬৫০০ অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। এছাড়াও চীনের বাহান্ন জন ব্লগারকে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমেরিকা জানাল, মুম্বইয়ে বসে নিজের ক্ষতি করতে চাইছেন কেউ, আটকে দিল স্থানীয় পুলিশ

আরও পড়ুন: কেঁচো আর পোকা খেয়েই কেটেছে ৩১ দিন! আমাজনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ব্যক্তি

কী গন্ডগোল ছিল চ্যানেলগুলিতে?

চ্যানেলগুলিতে কী গন্ডগোল ছিল? কী বলছে গুগল? গুগলের তরফে জানানো হয়, ওই চ্যানেলে বিভিন্ন ভুয়ো বা স্প্যাম বিষয় সম্প্রচার করা হত। গান, বিনোদন ও জীবনযাপনের বিভিন্ন বিষয় নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হত। রীতিমতো মানুষকে ভুল বোঝানো হত এসব করে। তাছাড়া ভুল তথ্যও দেওয়া হত। আর কী ধরনের ভিডিয়ো শেয়ার করা হত সেখানে? গুগল জানায়, খুব কম সংখ্যাক হলেও কিছু চ্যানেলে চিন ও আমেরিকার বিদেশনীতি নিয়ে ভুয়ো তথ্য দেওয়া হত। মানুষকে বিভ্রান্ত করতেই রীতিমতো এসব কারবার চলত। ২০২৩-২৪ অর্থবছর শুরু হওয়ার আগেই তাই এই চ্যানেলগুলির মুখের উপর দরজা বন্ধ করে দিল গুগল।

আরও পড়ুন: ৪০ মিনিটেই খেয়ে নিল একটা চোখ, মারাত্মক এই অ্যামিবা সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা

আরও পড়ুন: কলকাতাতেই তুমুল লড়াই দুই কুমিরের, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! দেখুন এখানে

এছাড়াও আরও ৪০টি চ্যানেলকে ব্যান করেছে গুগল। সেগুলি অবশ্য চিনের নয়। ইংরেজি, পার্সি, হিন্দি ও উর্দু ভাষায় ওই চ্যানেলগুলি চলে। কী কারণে এই চ্যানেলগুলি ব্যান করল গুগল? গুগলের তরফে বলা হয়, ওই চ্যানেলগুলি ইরান সরকারের প্রশংসা করত নানা ভিডিয়োতে। শুধু তাই নয়, ইরান সরকারের অকথ্য অত্যাচারকে সমর্থন জানানো হত ওই চ্যানেলের ভিডিয়োতে‌। পাশাপাশি যারা ইরানে প্রতিবাদ করছে, তাদের ভিডিয়োতে তুলোধোনা করা হত। একই কারণে মানবিক দিক থেকে আরও কতগুলি চ্যানেলকে ব্যান করা হয়েছে। আজারবাইজানের ১০৮৮ চ্যানেলকে একইকারণে ব্যান করে দেওয়া হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup